ইরাকি মহিলা লীগ ১৯৫০ সালে প্রতিষ্ঠিত একটি ইরাকি মহিলা সংগঠন।
সাদ্দাম হোসেনের ১৯৭৯ সালে ক্ষমতায় উত্থানের ফলে লীগের সদস্যদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। ঔপন্যাসিক ইকবাল আল-কাজউইনি, ১৯৭৮ সালে মহিলা আন্তর্জাতিক গণতান্ত্রিক ফেডারেশনে লীগের প্রতিনিধি হিসেবে পূর্ব বার্লিনে, সেখানে নির্বাসনে ছিলেন।[১]
সাদ্দামের অপসারণের পর, লিগের সদস্যপদ আবার বৃদ্ধি পায়: ২০০৩ সালের আগস্টের মধ্যে তা বেড়ে পাঁচশত মহিলায় পৌঁছেছিল, যদিও অনেক তরুণ সদস্যের সাংগঠনিক অভিজ্ঞতার অভাব ছিল।[১]