এএফসি | |
---|---|
প্রতিষ্ঠিত | ১৯২০[১][২] |
সদর দপ্তর | তেহরান, ইরান |
ফিফা অধিভুক্তি | ১৯৪৮[১] |
এএফসি অধিভুক্তি | ১৯৫৪[৩] |
সভাপতি | হায়দার বাহারভন্দ[৪] |
সহ-সভাপতি | আলি কাফাশিয়ান |
ওয়েবসাইট | www |
ইরান ফুটবল ফেডারেশন (ফার্সি: فدراسیون فوتبال جمهوری اسلامی ایران, ইংরেজি: Football Federation Islamic Republic of Iran; এছাড়াও সংক্ষেপে এফএফআইআরআই নামে পরিচিত) হচ্ছে ইরানের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯২০ সালে প্রতিষ্ঠিত হয়েছে।[৫] এটি প্রতিষ্ঠার ২৮ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৩৪ বছর পর ১৯৫৪ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা এএফসির সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর ইরানের রাজধানী তেহরানে অবস্থিত।
এই সংস্থাটি ইরানের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে পার্সিয়ান গালফ প্রো লীগ এবং ইরানি হাজফি কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন হায়দার বাহারভন্দ এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন মেহদি মুহাম্মদ নবী।
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | হায়দার বাহারভন্দ |
সহ-সভাপতি | আলি কাফাশিয়ান |
সাধারণ সম্পাদক | মেহদি মুহাম্মদ নবী |
কোষাধ্যক্ষ | আলি সোলায়মানি সারমি |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | |
প্রযুক্তিগত পরিচালক | মোর্তেজা মোহাসেস |
ফুটসাল সমন্বয়কারী | দাউদ পারহিজকারি |
জাতীয় দলের কোচ (পুরুষ) | দ্রাগন স্কোচিচ |
জাতীয় দলের কোচ (নারী) | মরিয়ম আজমুনজাভিহকিভি |
রেফারি সমন্বয়কারী | আলিরেকা সোহারাবি |