ক্যাফ | |
---|---|
প্রতিষ্ঠিত | ১৯৯৬[১] |
সদর দপ্তর | আসমারা, ইরিত্রিয়া |
ফিফা অধিভুক্তি | ১৯৯৮[১] |
ক্যাফ অধিভুক্তি | ১৯৯৬ (অস্থায়ী সদস্য)[২] ১৯৯৮ |
সভাপতি | এসায়াস আব্রাহাম |
সহ-সভাপতি | নেগাশ তেকলিত নেগাসি |
ওয়েবসাইট | enffonline |
ইরিত্রিয় জাতীয় ফুটবল ফেডারেশন (তিগ্রিনিয়া: ሃገራዊ ፈደረሽን ኩፅሶ እግሪ ኤርትራ, ইংরেজি: Eritrean National Football Federation; এছাড়াও সংক্ষেপে ইএনএফএফ নামে পরিচিত) হচ্ছে ইরিত্রিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ২ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি একই বছরে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ক্যাফের সদস্যপদ লাভ করে।[৩][৪] এই সংস্থার সদর দপ্তর ইরিত্রিয়ার রাজধানী আসমারায় অবস্থিত।
এই সংস্থাটি ইরিত্রিয়ার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে ইরিত্রিয় প্রিমিয়ার লীগ এবং ইরিত্রিয় কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে ইরিত্রিয় জাতীয় ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন এসায়াস আব্রাহাম এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন মেহারি তেসফাই হিদ্রু।
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | এসায়াস আব্রাহাম |
সহ-সভাপতি | নেগাশ তেকলিত নেগাসি |
সাধারণ সম্পাদক | মেহারি তেসফাই হিদ্রু |
কোষাধ্যক্ষ | বেরহানে ফেসাহায়ে |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | ইয়ারেদ আন্দেরব্রহান |
প্রযুক্তিগত পরিচালক | দানিয়েল ইয়োহানেস |
ফুটসাল সমন্বয়কারী | আলেক্সান্দার তেসফাই |
জাতীয় দলের কোচ (পুরুষ) | আলেমসেঘেদ এফ্রেম |
জাতীয় দলের কোচ (নারী) | আলেমসেঘেদ এফ্রেম |
রেফারি সমন্বয়কারী | মেন্সুর মেরুফ |
টেমপ্লেট:ইরিত্রিয়া-এ ফুটবল টেমপ্লেট:ইরিত্রিয় জাতীয় ফুটবল ফেডারেশন