ইরোকয়

ইরোকয়
হয়ডেইনেসসেইনি
মোট জনসংখ্যা
প্রায় ১,২৫,০০০
(যুক্তরাষ্ট্রে ৮০,০০০
কানাডায় ৪০,০০০)
[তথ্যসূত্র প্রয়োজন]
উল্লেখযোগ্য জনসংখ্যার অঞ্চল
ভাষা
মোহাক, ওনেইডা, ওনোনডাগা, কায়ুগা, সেনেকা, টুসকারোরা, ইংরেজি, ফরাসি
ধর্ম
লংহাউজ ধর্ম, খ্রিস্টধর্ম, এবং অন্যান্য

ইরোকয় (ইংরেজি: Iroquois — উচ্চারণ: ইরোকয়্‌), যা হয়ডেইনেসসেইনি (ইংরেজি: Haudenosaunee) নামেও পরিচিত। হয়ডেইনেসসেইনি-এর বাংলা করলে দাড়ায় "লংহাউজের মানুষেরা" বা "People of the Longhouse";[] যা দ্বারা বোঝানো হয় উত্তর আমেরিকার দেশীয় জনগোষ্ঠীদেরকে। ১৬ শতক বা তারও পূর্বে ইরোকয়রা ইরোকয় লীগ বা শক্তি ও শান্তির লীগ নামক একটি সংগঠনের মাধ্যমে আমেরিকায় তাঁদের আগমন ঘটে। মূল ইরোকয় লীগটি পাঁচ জাতি নামে পরিচিত, এবং এই পাঁচটি জাতি হচ্ছে মোহাক, ওনেডিয়া, ওনোনডাগা, কায়ুগা, এবং সেনেকা জাতি। ১৮ শতকে টুসকারোরা জাতি এ লীগে যোগ দেওয়ার পর থেকে এরা ছয় জাতি নামেও পরিচিত।

যখন ইউরোপীয়রা প্রথম উত্তর আমেরিকায় এসে পৌঁছায়, তখন ইরোকয়রা উত্তরপূর্ব যুক্তরাষ্ট্রে বসবাস করতো, যা বর্তমানের নিউ ইয়র্ক অঙ্গরাজ্য[] বর্তমানে মূলত যুক্তরাস্ট্র ও কানাডায় ইরোকয় জনগোষ্ঠীকে দেখতে পাওয় যায়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Haudenosaunee is ইংরেজি উচ্চারণ: /hɔːdɛnəˈʃɔːni/ (অসমর্থিত টেমপ্লেট) in English, Akunęhsyę̀niˀ in Tuscarora (Rudes, B., Tuscarora English Dictionary, Toronto: University of Toronto Press, 1999), and Rotinonsionni in Mohawk.
  2. "First Nations Culture Areas Index"the Canadian Museum of Civilization 

আরো পড়ুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]