ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | ইলকায় গুন্দোয়ান[১] | ||
জন্ম | [২] | ২৪ অক্টোবর ১৯৯০||
জন্ম স্থান | গেলসেনকির্খেন, জার্মানি | ||
উচ্চতা | ১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি)[২] | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | বার্সেলোনা | ||
জার্সি নম্বর | ২২ | ||
যুব পর্যায় | |||
১৯৯৪–১৯৯৮ | এসভি গেলসেনকির্খেন-হেসলার ০৬ | ||
১৯৯৮–১৯৯৯ | শালকে ০৪ | ||
১৯৯৯–২০০৪ | এসভি গেলসেনকির্খেন-হেসলার ০৬ | ||
২০০৪–২০০৫ | এসএসভি বাউয়ার | ||
২০০৫–২০০৮ | বোখুম | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৮–২০০৯ | বোখুম টু | ২ | (১) |
২০০৯–২০১১ | নুরেনবার্গ | ৪৮ | (৬) |
২০১১–২০১৬ | বরুসিয়া ডর্টমুন্ড | ১০৫ | (১০) |
২০১২ | বরুসিয়া ডর্টমুন্ড টু | ১ | (০) |
২০১৬–২০২৩ | ম্যানচেস্টার সিটি | ১৮৮ | (৪৪) |
২০২৩– | বার্সেলোনা | ০ | (০) |
জাতীয় দল‡ | |||
২০০৮ | জার্মানি অনূর্ধ্ব-১৮ | ৭ | (০) |
২০০৮–২০০৯ | জার্মানি অনূর্ধ্ব-১৯ | ৬ | (০) |
২০০৯–২০১০ | জার্মানি অনূর্ধ্ব-২০ | ২ | (০) |
২০১০–২০১২ | জার্মানি অনূর্ধ্ব-২১ | ৮ | (১) |
২০১১– | জার্মানি | ৬৭ | (১৭) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৫:৩৩, ৩০ জুন ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৫:৩৩, ২০ জুন ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
ইলকায় গুন্দোয়ান (তুর্কি: İlkay Gündoğan; জন্ম: ২৪ অক্টোবর ১৯৯০) হলেন একজন জার্মান পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর লা লিগার ক্লাব বার্সেলোনা এবং জার্মানি জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[৩][৪] তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় অথবা রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০০৮ সালে, গুন্দোয়ান জার্মানি অনূর্ধ্ব্ব-১৮ দলের হয়ে জার্মানির বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় চার বছর যাবত জার্মানির বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১১ সালে জার্মানির হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; জার্মানির জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৬৬ ম্যাচে ১৭টি গোল করেছেন।
ইলকায় গুন্দোয়ান ১৯৯০ সালের ২৪শে অক্টোবর তারিখে জার্মানির গেলসেনকির্খেনের তুর্কি পরিবারে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
২০১১ সালের ৫ই মে তারিখে, নুর্নবার্গ হতে ৪ মিলিয়ন ইউরোর বিনিময়ে আরেক জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডে ৪ বছরের চুক্তিতে যোগদান করেছিলেন।[৫] ২৩শে জুলাই তারিখে শালকের বিরুদ্ধে ম্যাচে তিনি বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে অভিষেক করেছেন। ১৭ই ডিসেম্বর তারিখে তিনি বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে প্রথমবারের মতো গোল করেছেন; ফ্রাইবুর্গের বিরুদ্ধে উক্ত ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ড ৪–১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৬] ২০১৫ সালের ৩০শে এপ্রিল তারিখে, তিনি এক ঘোষণায় জানিয়েছিলেন যে তিনি বরুসিয়া ডর্টমুন্ডের সাথে চুক্তি নবায়ন করবেন না এবং তার চুক্তি ২০১৬ সালের ৩০শে জুলাই তারিখে সমাপ্ত হবে।
২০১৬ সালের ২রা জুন তারিখে, তিনি ৪ বছরের চুক্তিতে ম্যানচেস্টার সিটিতে যোগদান করেছিলেন। তাকে দলে অন্তর্ভুক্ত করতে ম্যানচেস্টার সিটি আনুমানিক ২০ মিলিয়ন ইউরো খরচ করেছিল।[৭] তিনি ম্যানচেস্টার সিটির তৎকালীন ম্যানেজার পেপ গার্দিওলার অধীনে ম্যানচেস্টার সিটিতে স্থানান্তরিত প্রথম খেলোয়াড় ছিলেন। ১৪ই সেপ্টেম্বর তারিখে, উয়েফা চ্যাম্পিয়নস লিগে বরুসিয়া মনশেনগ্লাডবাখের বিরুদ্ধে অভিষেক করেছেন। এর চার দিন পর বোর্নমাথের বিরুদ্ধে তিনি প্রিমিয়ার লিগে তার প্রথম গোল করেছেন।
২০২৩ সালে ম্যানচেস্টার সিটির সিটির হয়ে প্রিমিয়ার লিগ, এফ এ কাপ ও উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়লাভ করে ট্র্যাবল সম্পূর্ণ করেছেন। ২০২৩ সালে ২৬ জুন তারিখে, গুন্দোয়ান বার্সেলোনায় যোগদান করেছেন।[৮]
গুন্দোয়ান জার্মানি অনূর্ধ্ব্ব-১৮, জার্মানি অনূর্ধ্ব্ব-১৯, জার্মানি অনূর্ধ্ব্ব-২০ এবং জার্মানি অনূর্ধ্ব্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে জার্মানির প্রতিনিধিত্ব করেছেন। জার্মানির বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৫ বছরে ২৩ ম্যাচে অংশগ্রহণ করে ১টি গোল করেছেন।
ক্লাব | মৌসুম | লিগ | জাতীয় কাপ | লিগ কাপ | ইউরোপীয় | অন্যান্য | মোট | |||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
বিভাগ | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | ||
ভিএফএল বখুম টু | ২০০৮–০৯ | রিজিওনাললিগা ওয়েস্ট | ২ | ১ | — | — | — | — | ২ | ১ | ||||
এফসি নুরের্নবাগ | ২০০৮–০৯ | স্ভাইটা বুন্দেসলিগা | ১ | ০ | — | — | — | — | ১ | ০ | ||||
২০০৯–১০ | বুন্দেসলিগা | ২২ | ১ | ২ | ১ | — | — | ২ | ১ | ২৬ | ৩ | |||
২০১০–১১ | ২৫ | ৫ | ১ | ০ | — | — | — | ২৬ | ৫ | |||||
মোট | ৪৮ | ৬ | ৩ | ১ | — | — | ২ | ১ | ৫৩ | ৮ | ||||
বরুসিয়া ডর্টমুন্ড | ২০১১–১২ | বুন্দেসলিগা | ২৮ | ৩ | ৫ | ১ | — | ২ | ০ | ১ | ০ | ৩৬ | ৪ | |
২০১২–১৩ | ২৮ | ৩ | ৪ | ০ | — | ১২ | ১ | ১ | ০ | ৪৫ | ৪ | |||
২০১৩–১৪ | ১ | ০ | ১ | ০ | — | ০ | ০ | ১ | ১ | ৩ | ১ | |||
২০১৪–১৫ | ২৩ | ৩ | ৪ | ০ | — | ৬ | ০ | ০ | ০ | ৩৩ | ৩ | |||
২০১৫–১৬ | ২৫ | ১ | ৫ | ১ | — | ১০ | ১ | — | ৪০ | ৩ | ||||
মোট | ১০৫ | ১০ | ১৯ | ২ | — | ৩০ | ২ | ৩ | ১ | ১৫৭ | ১৫ | |||
বরুসিয়া ডর্টমুন্ড টু | ২০১১–১২ | রিজিওনাললিগা ওয়েস্ট | ১ | ০ | — | — | — | — | ১ | ০ | ||||
ম্যানচেস্টার সিটি | ২০১৬–১৭ | প্রিমিয়ার লিগ | ১০ | ৩ | ০ | ০ | ০ | ০ | ৬ | ২ | — | ১৬ | ৫ | |
২০১৭–১৮ | ৩০ | ৪ | ৩ | ০ | ৬ | ০ | ৯ | ২ | — | ৪৮ | ৬ | |||
২০১৮–১৯ | ৩১ | ৬ | ৬ | ০ | ৪ | ০ | ৮ | ০ | ১ | ০ | ৫০ | ৬ | ||
২০১৯–২০ | ৩১ | ২ | ৪ | ১ | ৫ | ০ | ৯ | ২ | ১ | ০ | ৫০ | ৫ | ||
২০২০–২১ | ২৮ | ১৩ | ৪ | ১ | ২ | ০ | ১২ | ৩ | — | ৪৬ | ১৭ | |||
২০২১–২২ | ২৭ | ৮ | ৪ | ২ | ১ | ০ | ১০ | ০ | ১ | ০ | ৪৩ | ১০ | ||
২০২২–২৩ | ৩১ | ৮ | ৩ | ২ | ৩ | ০ | ১৩ | ১ | ১ | ০ | ৫১ | ১১ | ||
মোট | ১৮৮ | ৪৪ | ২৪ | ৬ | ২১ | ০ | ৬৭ | ১০ | ৪ | ০ | ৩০৪ | ৬০ | ||
বার্সেলোনা | ২০২৩–২৪ | লা লিগা | ০ | ০ | ০ | ০ | — | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | |
সর্বমোট | ৩৪৪ | ৬১ | ৪৬ | ৯ | ২১ | ০ | ৯৭ | ১২ | ৯ | ২ | ৫১৭ | ৮৪ |
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
জার্মানি | ২০১১ | ১ | ০ |
২০১২ | ৩ | ০ | |
২০১৩ | ৪ | ২ | |
২০১৫ | ৮ | ২ | |
২০১৬ | ৪ | ০ | |
২০১৭ | ২ | ০ | |
২০১৮ | ৭ | ০ | |
২০১৯ | ৮ | ৩ | |
২০২০ | ৫ | ১ | |
২০২১ | ১২ | ৬ | |
২০২২ | ১২ | ৩ | |
২০২৩ | ১ | ০ | |
সর্বমোট | ৬৭ | ১৭ |