ব্যক্তিগত তথ্য | |
---|---|
পূর্ণ নাম | ইলফাত রিনাতোভিচ আব্দুল্লিন |
জন্ম | [১] কারাবুলাক, কাজাখস্তান | ৯ জানুয়ারি ১৯৯৮
ক্রীড়া | |
দেশ | কাজাখস্তান |
ক্রীড়া | তীরন্দাজী |
বিভাগ | বাঁকানো |
ইলফাত রিনাতোভিচ আব্দুল্লিন (কাজাখ: Ильфат Ринатович Абдуллин; জন্ম: ৯ জানুয়ারি ১৯৯৮; ইলফাত আব্দুল্লিন নামে সুপরিচিত) হলেন একজন কাজাখস্তানি তীরন্দাজ, যিনি কাজাখস্তানের প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন।[২]
আব্দুল্লিন কাজাখস্তানের হয়ে ২০২০ এবং ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।
ইলফাত রিনাতোভিচ আব্দুল্লিন ১৯৯৮ সালের ৯ই জানুয়ারি তারিখে কাজাখস্তানের কারাবুলাকে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আব্দুল্লিন কাজাখস্তানের প্রতিনিধি হিসেবে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে সর্বমোট ২টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[২]
তিনি তীরন্দাজীতে পুরুষদের ব্যক্তিগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[১] র্যাঙ্কিং পর্বে ৩১টি ১০ পয়েন্ট অর্জন করে সর্বমোট ৬৬৩ পয়েন্ট নিয়ে তিনি ২৯তম স্থান অধিকার করেছিলেন।[৩] ৬৪ জনের পর্বে, তিনি র্যাঙ্কিং পর্বে ৩৬তম স্থান অধিকারী কানাডার এরিক পিটার্সের মুখোমুখি হয়েছিলেন, যেখানে তিনি ৬–৪ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছিলেন।[৪][৫]
এছাড়াও তিনি আলেক্সান্দ্র ইয়েরেমেঙ্কো এবং দাউলেতকেলদি ঝাংবাইরবাইয়ের সাথে কাজাখস্তানি দল হিসেবে পুরুষদের দলগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[৬] তারা র্যাঙ্কিং পর্বে ৮৫টি ১০ পয়েন্ট অর্জন করে সর্বমোট ১৯৭১ পয়েন্ট নিয়ে ১০ম স্থান অধিকার করেছিল।[৭] অতঃপর প্রাথমিক পর্বে তারা ইতালির কাছে ৫–৪ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছিল।[৮]