ইলিয়াম্পু | |
---|---|
সর্বোচ্চ বিন্দু | |
উচ্চতা | ৬,৩৬৮ মি (২০,৮৯২ ফু) |
সুপ্রত্যক্ষতা | ৬,৩৬৮ মিটার (২০,৮৯২ ফুট) |
স্থানাঙ্ক | ১৫°৪৯′ দক্ষিণ ৬৮°৩২′ পশ্চিম / ১৫.৮১৭° দক্ষিণ ৬৮.৫৩৩° পশ্চিম |
ভূগোল | |
অবস্থান | লারেকাজা প্রদেশ, লা পাজ বিভাগ, বলিভিয়া |
মূল পরিসীমা | কর্ডিলেরা রিয়েল, অ্যান্ডিস |
ইলিয়াম্পু (স্পেনীয় ভাষায়: Illampú) পশ্চিম বলিভিয়ায়, লা পাস শহরের উত্তরে, আন্দেস পর্বতমালার পূর্ব কর্দিলেরা পর্বতশ্রেণীর উত্তরভাগে অবস্থিত একটি পর্বত। এর পশ্চিমে তিতিকাকা হ্রদ অবস্থিত। তিতিকাকা হ্রদের তীর থেকে এই পর্বতের দৃশ্য সমগ্র উত্তর ও দক্ষিণ আমেরিকার সবচেয়ে সুদৃশ্য দৃশ্যগুলির একটি। মূল পর্বত থেকে তিনটি প্রধান শৃঙ্গ উপরে উঠে গেছে। এদের মধ্যে সবচেয়ে উত্তরেরটিকে আলাদা করে নেভাদা ইলিয়াম্পু বলে ডাকা হয়; এটির উচ্চতা ৬,৩৬৮ মিটার। ইলিয়াম্পুর দক্ষিণের পর্বতশৃঙ্গটির নাম আনকোহুমা, যেটি ইলিয়াম্পু থেকে খানিকটা উঁচু। এই দুই পর্বতশৃঙ্গের মধ্যবর্তী ম্যাসিফ অঞ্চলে গ্লাসিয়ার হ্রদ (Laguna Glaciar) অবস্থিত, যা বিশ্বের ১৭তম সর্বোচ্চ হ্রদ।