![]() | |
ধরন | পাবলিক লিমিটেড কোম্পানি (ন্যাসড্যাক: ERTS) |
---|---|
আইএসআইএন | US2855121099 |
শিল্প | ভিডিও গেম শিল্প |
প্রতিষ্ঠাকাল | ১৯৮২ |
প্রতিষ্ঠাতা | ট্রিপ হকিংস |
সদরদপ্তর | রেডউড সিটি, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র |
প্রধান ব্যক্তি | জন রিচিটেলো (প্রধান নির্বাহী কর্মকর্তা) ল্যারি প্রোর্বস্ট (চেয়ারম্যান) জন স্ক্যাপার্ট (প্রধান কার্যক্রম কর্মকর্তা) ফ্র্যাঙ্ক গিবিউ (প্রেসিডেন্ট, ইএ গেমস) পিটার মুর (প্রেসিডেন্ট, ইএ স্পোর্টস) |
পণ্যসমূহ | ব্যাটলফিল্ড সিরিজ বার্নআউট সিরিজ কমান্ড এন্ড কঙ্কার ফিফা সিরিজ ফাইট নাইট সিরিজ মেডেল অফ অনার সিরিজ নিড ফর স্পিড সিরিজ রক ব্যান্ড সিরিজ দ্য সিমস সিরিজ |
আয় | ![]() |
১,৩৩,২০,০০,০০০ মার্কিন ডলার (২০২২) ![]() | |
![]() | |
মোট সম্পদ | ১৩,২৮,৮০,০০,০০০ মার্কিন ডলার (২০২১) ![]() |
কর্মীসংখ্যা | ৯,৩৭০ (২০১৩) |
ওয়েবসাইট | EA.com |
ইলেকট্রনিক আর্টস (ইএ) (ন্যাসড্যাক: ERTS)[৩] একটি আন্তর্জাতিক ভিডিও গেম নির্মাতা ও বাজারজাতকারী প্রতিষ্ঠান। ১৯৮২ সালে ট্রিপ হকিন্স এই কোম্পানি প্রতিষ্ঠা করেন। ইলেকট্রনিক আর্টস কম্পিউটার গেম উন্নয়নের ক্ষেত্রে এক অগ্রগণ্য প্রতিষ্ঠান। কম্পিউটার গেমের নকশা, উন্নয়ন, প্রোগ্রামিং-এর ক্ষেত্রে ইলেকট্রনিক আর্টস একটি প্রখ্যাত কোম্পানি। ১৯৮০ এর শেষের দিকে ইএ কম্পিউটারের জন্য গেম প্রকাশ করত। ১৯৯০ এর দশকে কোম্পানিটি ভিডিও গেম নির্মাণ করা শুরু করে। ইএ পরবর্তিতে কয়েকটি সফল গেম নির্মাতা কোম্পানি অধিগ্রহণের মাধ্যমে বড় কোম্পানিতে পরীনত হয়। ২০০০ এর শুরুর দিকে ইএ পৃথিবীর অন্যতম সফল ও বড় গেম নির্মাতা কোম্পানিতে পরিণত হয়। ২০০৮ অর্থবছরে ইএ-এর বিক্রয়লব্ধ আয় ছিল ৪০২ কোটি ডলার।[৪] ইএ-এর অধিকাংশ সফল গেম ক্রীড়া বিষয়ক যা ইএ স্পোর্টস লেবেলের অধীনে প্রকাশিত হয়। এসব গেমের মধ্যে উল্লেখযোগ্য হল নিড ফর স্পিড, মেডেল অফ অনার, ব্যাটলফিল্ড, বার্নআউট, কমান্ড এন্ড কঙ্কার। রক ব্যান্ড মিউজিক ভিডিও গেম সিরিজের বিপণনকারী প্রতিষ্ঠানও ইএ। ২০০৮ এর মার্চে শেষ হওয়া অর্থবছরে ইএ ১০৮ কোটি ডলার লোকসানের সম্মুখীন হয়েছে। এই অর্থবছরে কোম্পানিটি প্রায় ৪২০ কোটি ডলার আয় করেছে যা বিগত বছরের ৩৬০ কোটি ডলার আয়ের তুলনায় প্রায় ১৫% বেশি।[৫]