ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | ওয়ান্দেপাঙ্গা ইসমাহিলা উয়েদ্রাওগো | ||
জন্ম | ৫ নভেম্বর ১৯৯৯ | ||
জন্ম স্থান | ওয়াগাদুগু, বুর্কিনা ফাসো | ||
উচ্চতা | ১.৬৯ মিটার (৫ ফুট ৬+১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | পিএওকে বি | ||
জার্সি নম্বর | ৬২ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৫–২০১৮ | কেওজেডএএফ | ||
২০১৮–২০২১ | দুয়ানেস | ||
২০২১– | পিএওকে বি | ৭ | (০) |
জাতীয় দল‡ | |||
২০১৯– | বুর্কিনা ফাসো | ১১ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০০:৪১, ১৭ জানুয়ারি ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০০:৪১, ১৭ জানুয়ারি ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
ওয়ান্দেপাঙ্গা ইসমাহিলা উয়েদ্রাওগো (ফরাসি: Ismahila Ouédraogo; জন্ম: ৫ নভেম্বর ১৯৯৯; ইসমাহিলা উয়েদ্রাওগো নামে সুপরিচিত) হলেন একজন বুর্কিনাবি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে গ্রিক ক্লাব পিএওকে বি এবং বুর্কিনা ফাসো জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৫–১৬ মৌসুমে, বুর্কিনাবি ক্লাব কেওজেডএএফ-এর হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন; কেওজেডএএফ-এর হয়ে তিন মৌসুম অতিবাহিত করার পর ২০১৮–১৯ মৌসুমে তিনি দুয়ানেসে যোগদান করেছেন। ২০২১–২২ মৌসুমে, তিনি দুয়ানেস হতে গ্রিক ক্লাব পিএওকে বিতে-এ যোগদান করেছেন।
উয়েদ্রাওগো ২০১৯ সালে বুর্কিনা ফাসোর হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; বুর্কিনা ফাসোর জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
ওয়ান্দেপাঙ্গা ইসমাহিলা উয়েদ্রাওগো ১৯৯৯ সালের ৫ই নভেম্বর তারিখে বুর্কিনা ফাসোর ওয়াগাদুগুতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
২০১৯ সালের ২২শে সেপ্টেম্বর তারিখে, ১৯ বছর, ১০ মাস ও ১৭ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী উয়েদ্রাওগো ঘানার বিরুদ্ধে অনুষ্ঠিত ২০২০ আফ্রিকান নেশন্স চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে বুর্কিনা ফাসোর হয়ে অভিষেক করেছেন।[১] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন; ম্যাচটি বুর্কিনা ফাসো ১–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[২] বুর্কিনা ফাসোর হয়ে অভিষেকের বছরে উয়েদ্রাওগো সর্বমোট ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
উয়েদ্রাওগো ক্যামেরুনে অনুষ্ঠিত ২০২১ আফ্রিকা কাপ অব নেশন্সের জন্য ২০২১ সালের ২৪শে ডিসেম্বর তারিখে ঘোষিত বুর্কিনা ফাসো দলে স্থান পেয়েছেন।[৩][৪][৫][৬]
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
বুর্কিনা ফাসো | ২০১৯ | ২ | ০ |
২০২১ | ৮ | ০ | |
২০২২ | ১ | ০ | |
সর্বমোট | ১১ | ০ |