ধরন | সাপ্তাহিক |
---|---|
প্রকাশক | ম্যাপাম পার্টি |
সম্পাদক | ডেভিড শ্টকফিশ |
রাজনৈতিক মতাদর্শ | শ্রম জায়নবাদ |
ভাষা | ইদ্দিস ভাষা |
প্রকাশনা স্থগিত | অক্টোবর, ১৯৯৭ |
সদর দপ্তর | তেল আবিব |
ওসিএলসি নম্বর | 36354271 |
ইসরায়েল শ্টাইম (ইদিশ: ישראל שטימע, অনুবাদঃ 'ইসরায়েলের কন্ঠস্বর') তেল আবিব থেকে প্রকাশিত একটি ইদ্দিস ভাষার সংবাদপত্র ছিল।[১] এটি ইসরায়েলের বামপন্থি রাজনৈতিক দল ম্যাপাম পার্টির নীতি ও সংবাদ প্রচারের হাতিয়ার হিসেবে কাজ করতো।[২] ডেভিড শ্টকফিশ পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন এবং শেষ অবধি এটির সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। প্রথমদিকে এটি একটি সাপ্তাহিক সংবাদপত্র ছিল, তবে এটি পাক্ষিক এবং পরে একটি মাসিক প্রকাশনায় রূপান্তরিত হয়েছিল। ইসরায়েল শ্টাইম প্রকাশিত হওয়ার ৪১ বছর পরে ১৯৯৭ সালের অক্টোবরে বন্ধ করে দেয়া হয়।[৩]