ইসরায়েল শ্টা‌ইম

ইসরায়েল শ্টা‌ইম
ধরনসাপ্তাহিক
প্রকাশকম্যাপাম পার্টি
সম্পাদকডেভিড শ্ট‌কফিশ
রাজনৈতিক মতাদর্শশ্রম জায়নবাদ
ভাষাইদ্দিস ভাষা
প্রকাশনা স্থগিতঅক্টোবর, ১৯৯৭
সদর দপ্তরতেল আবিব
ওসিএলসি নম্বর36354271

ইসরায়েল শ্টা‌ইম (ইদিশ: ישראל שטימע, অনুবাদঃ 'ইসরায়েলের কন্ঠস্বর') তেল আবিব থেকে প্রকাশিত একটি ইদ্দিস ভাষার সংবাদপত্র ছিল।[] এটি ইসরায়েলের বামপন্থি রাজনৈতিক দল ম্যাপাম পার্টির নীতি ও সংবাদ প্রচারের হাতিয়ার হিসেবে কাজ করতো।[] ডেভিড শ্ট‌কফিশ পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন এবং শেষ অবধি এটির সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। প্রথমদিকে এটি একটি সাপ্তাহিক সংবাদপত্র ছিল, তবে এটি পাক্ষিক এবং পরে একটি মাসিক প্রকাশনায় রূপান্তরিত হয়েছিল। ইসরায়েল শ্টা‌ইম প্রকাশিত হওয়ার ৪১ বছর পরে ১৯৯৭ সালের অক্টোবরে বন্ধ করে দেয়া হয়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Newspaper press directory। বেন। ১৯৬৬। পৃষ্ঠা ৮৭১। 
  2. জ্যাকব কাবাকফ (১৯৮৭-০৯-০১)। Jewish Book Annual: 1988-1989, 5749। জিউইশ বুক কাউন্সিল। পৃষ্ঠা ১৫৮। আইএসবিএন 978-0-914820-15-4 
  3. St. Louis Dispatch. YIDDISH PAPER IN JERUSALEM CLOSES UP SHOP