ইসলামী ঐক্যজোট

ইসলামী ঐক্যজোট
নেতাআবুল হাসনাত আমিনী
প্রতিষ্ঠা১৯৯০ (1990)
সদর দপ্তরঢাকা, বাংলাদেশ
ছাত্র শাখাইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ
যুব শাখাইসলামী যুব খেলাফত বাংলাদেশ
ভাবাদর্শইসলামী মূল্যবোধ
দেওবন্দী
আন্তর্জাতিক অধিভুক্তিনা
জাতীয় সংসদের আসন
০ / ৩০০
নির্বাচনী প্রতীক
মিনার

ইসলামী ঐক্যজোট বাংলাদেশের একটি ইসলামপন্থী রাজনৈতিক দল। দলটির বর্তমান চেয়ারম্যানের নাম আবুল হাসানাত আমিনী এবং মহাসচিব মুফতি ফয়জুল্লাহ।[১] ২০০১ সালের অক্টোবর ১ তারিখে জাতীয় নির্বাচনে বিএনপির সাথে জোট বেঁধে এটি ৩০০ আসনের মধ্যে ৪টি আসনে জয়লাভ করে।[২][৩]

সূচনা[সম্পাদনা]

ইসলামী ঐক্যজোটের যাত্রা শুরু হয় ১৯৯০ সালের ২২ ডিসেম্বর। ১৯৯১ সালে বাংলাদেশের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে মূলত এই দলটি গঠন করা হয়।[৪]

প্রাথমিক যাত্রা[সম্পাদনা]

তৎকালীন ছয়টি ইসলামি দল নিয়ে গঠন করা হয় এই জোট। দলগুলো হচ্ছে- খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলামী পার্টি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (বর্তমান ইসলামী আন্দোলন), জমিয়তে উলামায়ে ইসলাম ও ফরায়েজী আন্দোলন। জোট গঠনে মুখ্য ভূমিকা পালন করেন শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক, চরমোনাইর পীর মাওলানা ফজলুল করিম, মাওলানা আবদুল করিম শায়খে কৌড়িয়া, মাওলানা আশরাফ আলী ধর্মান্ডুলি, মাওলানা মুহিউদ্দিন খান ও মাওলানা আহমাদুল্লাহ আশরাফ।[৩]

সাফল্য[সম্পাদনা]

১৯৯১ সালের নির্বাচনে ইসলামী ঐক্যজোট মিনার প্রতীকে নির্বাচন করে সিলেটের একটি আসনে বিজয়ী হয় ইসলামী ঐক্যজোট প্রার্থী মাওলানা ওবায়দুল হক।

১৯৯৬ সালের নির্বাচনে ইসলামী ঐক্যজোট একটি আসন লাভ করে।[৪]

২০০১ সালের নির্বাচনে বিএনপির শরিক হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে ইসলামী ঐক্যজোট চারটি আসন লাভ করে।[৩]

বিএনপি জোটে যোগদান[সম্পাদনা]

১৯৯৯ সালের জানুয়ারি মাসে তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি চারদলীয় জোট গঠন করেছিল যাতে ইসলামী ঐক্যজোট ছিল।[৫]

ভাঙ্গন[সম্পাদনা]

বর্তমানে ইসলামী ঐক্যজোট দুইটি অংশে বিভক্ত একটি অংশ কৌশল গত কারণে[৬] ৭ই জানুয়ারি ২০১৬ বের হয়ে যায়। জোটের অপর অংশটি জোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিবের নেতৃত্বে ইসলামী ঐক্যজোটের একটি অংশ বিশ দলীয় জোট থেকে যায়[৭]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "হাসানাত আমিনী ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান নির্বাচিত"Daily Nayadiganta। সংগ্রহের তারিখ ২০২১-০৯-১৭ 
  2. মনিবুর রহমান, মোহাম্মদ (২০১৯)। (ইসলামী ঐক্যজোট)বাংলার আলেম সংসদ সদস্য (১৯৩৭ -২০১৮)। একাত্তর প্রকাশনী। পৃষ্ঠা ২৬৬। আইএসবিএন 9789848094372 
  3. "দুই যুগ ধরে দফায় দফায় ভাঙছে ইসলামী ঐক্যজোট - বিশেষ সংবাদ"News Bangladesh। ২০১৮-০১-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-১২-০৯ 
  4. "ইসলামী ঐক্যজোট প্রতিষ্ঠা - পীর সাহেব চরমোনাই" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-১২-০৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. বাংলা, কাদির কল্লোল বিবিসি; ঢাকা। "বৃহৎ ইসলামী জোটের স্বপ্ন দেখছে ঐক্যজোট"। সংগ্রহের তারিখ ২০১৭-১২-০৯ 
  6. "কৌশলের অংশ হিসেবে ২০ দল ছেড়েছে ইসলামী ঐক্যজোট | daily nayadiganta" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-১২-০৯ 
  7. "২০-দলীয় জোটে নেই ইসলামী ঐক্যজোট"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৭-১২-০৯