ইসহাক | |
---|---|
উসমানীয় সাম্রাজ্যের ১৫তম উজিরে আজম | |
কাজের মেয়াদ ১৪৮১ – ১৪৮২ | |
সার্বভৌম শাসক | দ্বিতীয় বায়েজীদ |
পূর্বসূরী | কারামানি মুহাম্মাদ পাশা |
উত্তরসূরী | দাউদ পাশা |
কাজের মেয়াদ ১৪৬৯ – ১৪৭২ | |
সার্বভৌম শাসক | মুহাম্মাদ ফাতিহ |
পূর্বসূরী | রুম মুহাম্মাদ পাশা |
উত্তরসূরী | মাহমুদ পাশা |
ব্যক্তিগত বিবরণ | |
মৃত্যু | ৩০ জানুয়ারি ১৪৮৭ থেসালোনিকি, উসমানীয় সাম্রাজ্য |
জাতীয়তা | উসমানীয় |
দাম্পত্য সঙ্গী | খাদিজা খাতুন |
সামরিক পরিষেবা | |
আনুগত্য | উসমানীয় সাম্রাজ্য |
ইসহাক পাশা (উসমানীয় তুর্কি: إسحق پاشا, তুর্কি: İshak Paşa; মৃত্যু: ৩০ জানুয়ারি ১৪৮৭) ছিলেন উসমানীয় সাম্রাজ্যের একজন উজিরে আজম।[১]
তুর্কি প্রাচ্যবিদ খালিল ইনালসিক বিশ্বাস করতেন যে, ইসহাক পাশা গ্রীক বা ক্রোয়েশীয় বংশোদ্ভূত ছিলেন।[২] জার্মান প্রাচ্যবিদ ফ্রাঞ্জ বাবিঙ্গারের মতে তিনি অর্থোডক্স আলবেনীয় বা গ্রীক বংশোদ্ভূত ছিলেন। জ্যঁ-ক্লদ ফেভেরিয়াল বলেছেন যে, ইসহাক পাশা আলবেনীয় ছিলেন।[৩]
১৪৫১ সালে ইসহাক পাশা আনাতোলিয়ার বেইলারবে (প্রাদেশিক গভর্নর) নিযুক্ত হন। একই বছর সুলতান মুহাম্মাদ ফাতিহ তাকে তার পিতা সুলতান দ্বিতীয় মুরাদের বিধবা স্ত্রী খাদিজা খাতুনের সাথে বিয়ে দিতে বাধ্য করেন। তাদের আটজন সন্তান ছিল। তার মধ্যে পাঁচজন ছেলে এবং তিনজন মেয়ে ছিল। তার ছেলেরা হলেন হালিল বে, সাদি বে, মুস্তাফা চেলেবি, পিরি চেলেবি ও ইব্রাহিম বে এবং মেয়েরা হলেন হাফসা হাতুন, ফাহরুনিসা হাতুন ও শাহজাদী খাতুন।[৪][৫][৬]
উজিরে আজম হিসাবে তাঁর প্রথম মেয়াদ ছিল মুহাম্মাদ ফাতিহের রাজত্বকালে। এই সময়ে তিনি ওঘুজ তুর্কি জনগণকে তাদের আনাতোলিয়ার শহর আকসারায় থেকে কনস্টান্টিনোপলে স্থানান্তরিত করেছিলেন। যাতে শহরটি জনবহুল হয়। শহরের যে জায়গায় অভিবাসীদের বসতি স্থাপন করা হয়েছিল তা এখন আকসারায় নামে পরিচিত।[৭]
তার দ্বিতীয় মেয়াদ ছিল সুলতান দ্বিতীয় বায়েজীদের শাসনামলে। তিনি ১৪৮৭ সালের ৩০ জানুয়ারী থেসালোনিকিতে মারা যান।[৬]
There is considerable confusion regarding Ishak Pasha [...] Ishak Pasha was of Greek or Croatian origins
রাজনৈতিক দপ্তর | ||
---|---|---|
পূর্বসূরী রুম মুহাম্মাদ পাশা |
উসমানীয় সাম্রাজ্যের উজিরে আজম ১৪৬৯–১৪৭২ |
উত্তরসূরী মাহমুদ পাশা |
পূর্বসূরী কারামানি মুহাম্মাদ পাশা |
উসমানীয় সাম্রাজ্যের উজিরে আজম ১৪৮১–১৪৮২ |
উত্তরসূরী দাউদ পাশা |
উসমানীয় জীবনী বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |