পূর্ণ নাম | ইস্তাম্বুল বাশাকশেহির ফুতবল কুলুবু | ||
---|---|---|---|
প্রতিষ্ঠিত | ১৯৯০ ইস্তাম্বুল বুয়ুকশেহির বেলেদিয়েস্পোর হিসেবে ৫ জুন ২০১৪ ইস্তাম্বুল বাশাকশেহির ফুতবল কুলুবু হিসেবে | ||
মাঠ | ফাতিহ তেরিম স্টেডিয়াম | ||
ধারণক্ষমতা | ১৭,১৫৬[১][২] | ||
সভাপতি | গোকসেল গুমুশদায় | ||
ম্যানেজার | ওকান বুরুক | ||
লিগ | সুপার লিগ | ||
২০১৯–২০ | ১ম (চ্যাম্পিয়ন) | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
| |||
ইস্তাম্বুল বাশাকশেহির ফুতবল কুলুবু (তুর্কি উচ্চারণ: [isˈtɑnbuɫ bɑʃɑkʃeˈhiɾ futˈboɫ kulyˈby], তুর্কি: İstanbul Başakşehir Futbol Kulübü; এছাড়াও ইস্তাম্বুল বাশাকশেহির এফকে অথবা শুধুমাত্র ইস্তাম্বুল বাশাকশেহির নামে পরিচিত) হচ্ছে ইস্তাম্বুল ভিত্তিক একটি তুর্কি পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে তুরস্কের শীর্ষ স্তরের ফুটবল লিগ সুপার লিগে খেলে। এই ক্লাবটি ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ইস্তাম্বুল বাশাকশেহির এফকে তাদের সকল হোম ম্যাচ ইস্তাম্বুলের ফাতিহ তেরিম স্টেডিয়ামে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১৭,১৫৬। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ওকান বুরুক এবং সভাপতির দায়িত্ব পালন করছেন গোকসেল গুমুশদায়। তুর্কি রক্ষণভাগের খেলোয়াড় মাহমুত তেকদেমির এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
ঘরোয়া ফুটবলে, ইস্তাম্বুল বাশাকশেহির এফকে এপর্যন্ত ২টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি ১. লিগ এবং ১টি ২. লিগ শিরোপা রয়েছে।