ঈগলনেস্ট বন্যপ্রাণী অভয়ারণ্য | |
---|---|
আইইউসিএন বিষয়শ্রেণী IV (বাসস্থান/প্রজাতি ব্যবস্থাপনা অঞ্চল) | |
অবস্থান | ওয়েষ্ট কামেং জেলা, অরুণাচল প্রদেশ, ভারত |
স্থানাঙ্ক | ২৭°০৬′০″ উত্তর ৯২°২৪′০″ পূর্ব / ২৭.১০০০০° উত্তর ৯২.৪০০০০° পূর্ব |
আয়তন | ২১৮ বর্গকিলোমিটার (৮৪ মা২) |
স্থাপিত | ১৯৮৯ |
দর্শনার্থী | ৭৫ (২০০৬ সালে) |
কর্তৃপক্ষ | অরুণাচল প্রদেশের সরকার |
ঈগলনেস্ট বন্যপ্রাণী অভয়ারণ্য (ইংরেজি: Eaglenest Wildlife Sanctuary) অরুণাচল প্রদেশএর ওয়েষ্ট কামেং জেলাতে হিমালয়ের পাদদেশে অবস্থিত একটি বন্যপ্রাণী অভয়ারণ্য৷ এর উত্তর-পূর্ব দিকে 'চেচা অর্কিড উদ্যান' ও পূর্বে কামেং নদীর পাড়ে পাক্কে ব্রাঘ্র প্রকল্প অবস্থিত৷ ঈগলনেস্ট বন্যপ্রাণী অভয়ারণ্য সমুদ্রপৃষ্ঠ থেকে ৫০০ - ৩২৫০ মিটার পর্যন্ত বিস্তৃত ৷ এই 'কামেং হস্তী সংরক্ষিত বনাঞ্চল (Kameng Elephant Reserve)এর অন্তর্ভুক্ত ৷ ১৯৫০ এর দশকে এই অঞ্চলের বাইরে থাকা ভারতীয় সেনার চতুর্থ ইনফেন্ট্রির রেড ঈগল ডিভিজনের নামে এই অভয়ারণ্যের নাম ঈগলনেস্ট বন্যপ্রাণী অভয়ারণ্য রাখা হয় বলে জানা যায়৷ [১] এই অভয়ারণ্য প্রধানত বিভিন্ন প্রজাতির পাখি এর জন্য বিখ্যাত৷
ঈগলনেস্ট বন্যপ্রাণী অভয়ারণ্য ও চেচা অর্কিড অভয়ারণ্য উত্তর-পূর্ব অভিমুখে অবস্থিত৷ এই বন্যপ্রাণী অভয়ারণ্যটি উত্তরে ঈগলনেস্ট পাস ও বুগুন জনজাতির সংরক্ষিত বনাঞ্চল অবধি গঠিত হয়েছে৷ এর উত্তর সীমান্তে টিয়াং জেলা৷ ভালুকপুং-বোমডিলা জাতীয় সড়কটি এই অভয়ারণ্যের পূর্ব সীমা৷ ঈগলনেস্ট বন্যপ্রাণী অভয়ারণ্যর পশ্চিমে ভুটান সীমান্ত৷ [২]
ঈগলনেস্ট বন্যপ্রাণী অভয়ারণ্য পক্ষী নিরীক্ষণের জন্য বিখ্যাত৷ এখানে বর্তমানে ৪৫৪ প্রজাতির বিভিন্ন পাখি আছে৷ [২] এর ভিতরে ৩ প্রকার পানকৌরী (cormorants), ৫ প্রকার সারস জাতীয় (herons), Black Stork, Oriental White Ibis, ৪ প্রকার হাঁস (ducks), ২০ প্রকার মাংসাশী পাখি (hawks, eagles, kites, harriers and vultures), ৩ প্রকার ফেলকন (falcons), ১০ প্রকার কুকুরজাতীয় (pheasants, junglefowl, quail, peafowl), ১৪ প্রকার পায়রা জাতীয় পাখি (pigeons), ৩ প্রকার তোতা জাতীয় পাখি (Parrots), ১৫ প্রকার কোকিল জাতীয় (Cukoos), ১০ প্রকার পেঁচা জাতীয় (Owls), ৭ প্রকার মাছরাঙা জাতীয় (Kingfishers), ৪ প্রকার ধনেশ (Hornbills), ৯ প্রকার বুলবুল জাতীয় (Bulbuls) পাখি প্রধান৷ [৩] তদুপরি এই অভয়ারণ্যে তিন প্রকার ট্রগপান (tragopan) প্রজাতির পাখি দেখা যায়৷[৪]
ঈগলনেস্ট বন্যপ্রাণী অভয়ারণ্যে ১৯৯৫ সালে বুগুণ লিওচিকলা (Bugun liocichla ) নামের একপ্রকার নতুন পাখি আবিষ্কৃত হয়৷ ২০০৬ সালে রমনা আত্রেয়া (Ramana Athreya) এই পাখির বর্ণনা করেন। [৫]
ঈগলনেস্ট বন্যপ্রাণী অভয়ারণ্যে বহু প্রকারের সরীসৃপ ও উভচর প্রাণী দেখতে পাওয়া যায়৷ এর মধ্যে ৩৪ প্রকার উভচর, ২৪ প্রকার সাপ, ৭ প্রকার জেঠীজাতীয়, ৪ প্রকার স্কিঙ্ক (Skink) প্রাণী প্রধান৷ Abor Hills Agama নামের প্রাণীটি ১২৫ বছরের বিরতির পর এই অভয়ারণ্যে পুনরাবিষ্কৃত হয়৷ এখানে দেখা পাওয়া অন্যান্য বিরল প্রজাতি হ'ল, Darjeeling False-wolfsnake, Anderson's Mountain lizard, Günther's Kukri Snake, Common Slug Snake ও Keelback সাপের প্রজাতি৷
ঈগলনেস্ট বন্যপ্রাণী অভয়ারণ্যে কম করে ১৫ প্রকার স্তন্যপায়ী প্রাণী দেখা যায়৷ এর মধ্যে বিলুপ্তপ্রায় টুপীমুরীয়া বাঁদর, ঢেঁকীয়াপতীয়া বাঘ, হাতী, রেড পাণ্ডা, ভালুক, অরুণাচলী বাঁদর ও মিথুন ইত্যাদি প্রধান৷ ১৯৯৭ সালে প্রখ্যাত প্রাণীবিজ্ঞানী আনোয়ারউদ্দিন চৌধুরী নতুন বাঁদরের প্রজাতি 'অরুণাচলী বাঁদর' আবিষ্কার করেন। [৬][৭][৮]
ঈগলনেস্ট বন্যপ্রাণী অভয়ারণ্যে কমে করে ১৬৫প্রকার বিভিন্ন প্রজাতির রং-বেরঙের পাখি দেখতে পাওয়া যায়৷ এর মধ্যে ভুটান গ্ল'রি (Bhutan Glory), গ্রে এডমিরেল (Grey Admiral), ডাস্কি লেবিরিন্থ (Dusky Labyrinth), টিইগার ব্রাউন (Tigerbrown), হুয়াইট আউল (White Owl) ইত্যাদি প্রধান৷ .[৯]
এই অভয়ারণ্যে বিভিন্ন প্রকারের উদ্ভিদ দেখা যায়৷ বৃক্ষের মধ্যে বিভিন্ন প্রকারর ওক গাছই প্রধান৷ এখানে কম করে পাঁচটি প্রজাতির রডোডেণ্ড্রন ফুল দেখা যায়৷ [১০]
ঈগলনেস্ট বন্যপ্রাণী অভয়ারণ্য একটি Conservation International Himalaya Biodiversity Hotspot স্থান[১১]
Birdlife International এই ঈগলনেস্ট বন্যপ্রাণী অভয়ারণ্য ও চেচা অভয়ারণ্যকে Important Bird Area (IBA IN344) র অন্তর্ভুক্ত করা হয়েছে৷[১২]
Butterflies from Eaglenest-Sessa-Pakke 72 photographs
Pictures from Eaglenest Wildlife Sanctuary - Wildlife Photographs