বাংলা ভাষায় উচ্চমানের স্বাস্থ্য বিষয়ক নিবন্ধ পাঠকদের প্রদান করার উদ্দেশ্যেই স্বাস্থ্য প্রকল্পটি কল্পনা করা হয়। বর্তমানে বাংলায় স্বাস্থ্য বিষয়ক ভালো মানের নিবন্ধের সংখ্যা স্বল্প এবং ইংরেজির তুলনায় বাংলায় এই বিষয়ক নিবন্ধ লভ্যতার হাল শোচনীয়।
স্বাস্থ্য প্রকল্পের এটা চেষ্টা থাকবে প্রাসঙ্গিক বিষয়ে ভালোগুণের নিবন্ধ তৈরী করা, যার মাধ্যমে স্বাস্থ্য সম্পর্কিত কোনো বিষয়ে বাংলায় নিবন্ধ অনুসন্ধান করলে অধিকাংশ ক্ষেত্রেই যেন সামান্যতম তথ্য পাঠকদের কাছে বাংলায় সহজলভ্য হয়ে যায় এবং সেই তথ্যগুলি পাঠকবৃন্দের কাছে উপকারী হয়।
এই বিষয়বস্তু সম্পর্কে শীঘ্রই বিশদে লেখা হবে।
উইকিপ্রকল্প স্বাস্থ্য - বাংলায় কয়েকটি আশু প্রয়োজনীয় নিবন্ধসমূহ | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ইংরেজি উইকিপিডিয়ায় নিবন্ধ | Nutrition | Neglected Tropical Diseases | Tuberculosis | Filariasis | Kala-azar | Sanitation | Maternal death | Child Health | Family planning | Family planning | Suicide |
বাংলা | পুষ্টি | যক্ষ্মা | গোদ রোগ | কালা জ্বর | পয়ঃনিষ্কাশন ব্যবস্থা | মাতৃমৃত্যু | পরিবার পরিকল্পনা | আত্মহত্যা |
![]() | এটি একটি উইকিপ্রকল্প, উইকিপিডিয়ানদের মধ্যে নিবন্ধ সহযোগিতার জন্য একটি এলাকা।
|