এটি বাংলা উইকিপিডিয়ার প্রশাসকদের বিভিন্ন অনুরোধের বিষয় সম্পর্কে আলোচনার স্থান যা সবার জন্য উন্মুক্ত। সকল ব্যবহারকারী এখানে প্রশাসকদের জন্য বার্তা রাখতে পারেন।
প্রশাসকদের কোনো অ্যাকশন সম্পর্কে যদি আলোচনার প্রয়োজন হয় তাও এখানে করা যেতে পারে।
চলমান বা পুরনো কোন বিষয়ে মন্তব্য করতে চাইলে সংশ্লিষ্ট অনুচ্ছেদের শেষে আপনার মন্তব্য যোগ করুন।
অনুগ্রহপূর্বক প্রশাসন ব্যতীত উইকিপিডিয়া সম্পর্কিত অন্য কোন বিষয়ে আলোচনা করতে উইকিপিডিয়া:আলোচনাসভা ব্যবহার করুন।
নির্দিষ্ট কোন তথ্যের জন্য তথ্যকেন্দ্র ব্যবহার করুন। নতুন ব্যবহারকারীরা টিউটোরিয়াল পাতাটি দেখতে পারেন।
আপনি বাংলা উইকিপিডিয়া বা উইকিমিডিয়ার বাংলা প্রকল্পসমূহের ব্যাপারে তথ্য অনুসন্ধানের জন্য info-bnwikimedia.org ঠিকানায় ইমেইলও করতে পারেন।
আলোচনা সমাপ্ত হওয়া অনুচ্ছেদের শেষে {{subst:সহঅ}} টেমপ্লেটটি যুক্ত করুন, টেমপ্লেট যুক্ত অনুচ্ছেদগুলো ৫ দিন পর সংগ্রহশালায় স্থানান্তর করা হবে।
* প্রশাসকদের জন্য নির্দেশিকা: গোপন বা এমন কথা যা উইকিতে বলা যায় না সেই সব ক্ষেত্রে অন্য প্রশাসকদের সাথে আলোচনা করতে wikipedia-bn-admins@lists.wikimedia.org ঠিকানায় ইমেইল করুন।
মন্তব্য ইনি তো সম্পাদনাই করেছেন মাত্র পাঁচটি। নতুন অবস্থায় শতকরা ৯৯% মানুষই বোঝেন না উইকিপিডিয়া কী, কীভাবে কাজ করে, কী কী লেখা যায়। নবাগতদের সাথে আরও আন্তরিকতা নিয়ে ডিল করা উচিত। — আদিভাই • আলাপ • ১৭:০১, ২ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
Neighbourhood এর বাংলা হিসাবে বাংলা উইকিতে পাড়া ব্যবহার করা হয়। বিষয়শ্রেণী:পশ্চিমবঙ্গের অঞ্চল কে বিষয়শ্রেণী:পশ্চিমবঙ্গের পাড়া নামে স্থানান্তর করা হয়েছে। —শাকিল (আলাপ·অবদান) ১৫:১০, ৩০ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
করা হয়নি, শেষে (actor)-যুক্ত পুনর্নির্দেশের কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। একই নামের একাধিক ব্যক্তি হলে নিবন্ধের নামের সাথে এই শব্দগুলো যুক্ত করা হয়। এখানে সেরকম প্রয়োজনীয়তা তো নেই-ই, উপরন্তু এটি বাংলাও নয়। -- Yahya (আলাপ | অবদান) ১৫:৩৭, ২৯ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন