স্পেনীয় ভাষা ( এস্পানিওল্) ইন্দো-ইউরোপীয় ভাষা-পরিবারের রোমান্স শাখার একটি ভাষা। বাকি সব রোমান্স ভাষার মত স্পেনীয় ভাষাও একটি প্রাকৃত লাতিন ভাষা থেকে উৎপত্তি লাভ করে; এই প্রাকৃত ভাষাটি আইবেরীয় উপদ্বীপে (বর্তমান স্পেনে) প্রচলিত ছিল। ১৬শ শতকে স্পেনীয় উপনিবেশ স্থাপনের মধ্য দিয়ে এটি দুই আমেরিকা মহাদেশ, ফিলিপিন ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়ে। এটি প্রায় ৩৯ কোটি লোকের মাতৃভাষা, এবং সব মিলিয়ে বিশ্বের প্রায় ৪১ কোটি লোক এই ভাষায় কথা বলেন। এদের অধিকাংশই স্পেন ও দক্ষিণ আমেরিকায় বাস করেন। মেক্সিকো স্পেনীয়ভাষীর সংখ্যা অনুযায়ী বৃহত্তম দেশ। তারপরেই আছে কলম্বিয়া, স্পেন, আর্জেন্টিনা ও মার্কিন যুক্তরাষ্ট্র।
স্পেনীয় ভাষার দুইটি সুপ্রচলিত শুদ্ধ উচ্চারণ আছে। স্পেনের উত্তরাঞ্চলে কাস্তিলীয় উপভাষাটি প্রচলিত, এবং স্পেনের দক্ষিণাঞ্চলে ও লাতিন আমেরিকায় আন্দালুসীয় উপভাষাটি প্রচলিত। নিচের তালিকায় যেখানে যেখানে এই দুটো উপভাষার উচ্চারণের মধ্যে পার্থক্য থাকে, এইসব স্থানে "কাঃ" (কাস্তিলীয়) এবং "আঃ" (আন্দালুসীয়) লেখা হয়েছে।
স্পেনীয় বর্ণ | আ-ধ্ব-ব ও বাংলা ধ্বনিগত (ফনেটিক) রূপ | বাংলা প্রতিবর্ণীকরণের নিয়ম | উদাহরণ |
---|---|---|---|
a | [a] আ | আ | Asunción আসুনসিওন (কাঃ আসুন্থ়্য়োন্ / আঃ আসুন্সিওন্), Panamá পানামা (পানামা) |
b | [b] ব্ বা [β] ভ় | ব | Buenos Aires বুয়েনোস আইরেস, Maracaibo মারাকাইবো (মারাকাইভ়ো) |
c | i বা e-এর আগে [θ] থ়্ (কাঃ) / [s] (আঃ) স্, নাহলে [k] ক্ | স/ক | Tegucigalpa তেগুসিগালপা (কাঃ তেগ়ুথ়িগ়াল্পা / আঃ তেগ়ুসিগ়াল্পা), Caracas কারাকাস (কারাকাস্) |
ch | [tʃ] চ্ | চ | Chile চিলে (চিলে), Sánchez সাঞ্চেস (কাঃ সাঞ্চেথ়্ / আঃ সাঞ্চেস্) |
d | [d] 'দ্ বা [ð] দ়্ | দ | Domingo দোমিঙ্গো (দোমিঙ্গো), Madrid মাদ্রিদ (মাদ়্রিদ়) |
e | [e] এ | এ | Ecuador একুয়াদোর (একুয়াদ়োর্), Guatemala গুয়াতেমালা (গ়্ৱাতেমালা) |
f | [f] ফ়্ | ফ | Franco ফ্রাঙ্কো (ফ়্রাঙ্কো), Alfonso আলফোনসো (আল্ফ়োন্সো) |
g | i ও e-এর আগে খ়্, নাহলে গ্ বা গ়্ | হ বা গ | Gente হেন্তে (খ়েন্তে), Bogotá বোগোতা (বোগ়োতা) |
gu | i ও e-এর আগে [g]/[ɣ] গ/গ়, নাহলে [gu]/[ɣu]/[gw]/[ɣw] গু/গ়ু | গ/গু | Guantánamo গুয়ান্তানামো (গুয়ান্তানামো), Guerrero গেরেরো |
gü | [gw]/[ɣw] গ্ৱ/গ়্ৱ | গু | Nicaragüense নিকারাগুয়েন্সে (নিকারাগুয়েন্সে) |
h | অনুচ্চারিত | Hugo উগো (উগ়ো) | |
i | [i] ই বা [j] য়্ | ই/ইয় | Isabel ইসাবেল (ইসাভ়েল্), Colombia কোলোম্বিয়া (কোলোম্ব্য়া) |
j | [x] খ়্ | হ | Juan হুয়ান (খ়্ৱান), Baja বাহা (বাখ়া) |
l | [l] ল্ | ল | Lima লিমা, El Salvadorএল সালভাদোর (এল্ সাল্ভ়াদ়োর্) |
ll | [j] য়্ | ইয়/য় | Valle বাইয়ে, Lluvia ইউবিয়া (য়ুভ়্য়া) |
m | [m] ম্ | ম | Málaga মালাগা (মালাগ়া), Jiménez হিমেনেস (খ়িমেনেস্/খ়িমেনেথ়্) |
n | c, qu, ও g-এর আগে [ŋ] ঙ্, নাহলে [n] ন্ | ন/ঙ | Nicaragua নিকারাগুয়া (নিকারাগ়্ৱা), Salamanca সালামাঙ্কা |
ñ | [ɲ] ঞ্ | নিয় | Núñez নুনিয়েস (নুন্ঞেস্/নুন্ঞেথ়্), El Niño এল নিনিও (এল্ নিন্ঞো) |
o | [o] ও | ও | Oriental ওরিয়েন্তাল (ওর্য়েন্তাল্), José হোসে (খ়োসে) |
p | [p] প্ | প | Perú পেরু, Pablo পাব্লো (পাভ়্লো) |
qu | [k] ক্ | ক | Quito কিতো |
r | শব্দের আদিতে [r] নাহলে [ɾ] র্ | র | Rodríguez রোদ্রিগেস (কাঃ রোদ়্রিগ়েথ়্ / আঃ রোদ়্রিগ়েস্), Puerto Rico পুয়ের্তো রিকো (পুয়ের্তোরিকো) |
rr | [r] র্ | র | |
s | [s] স্ | স | San Pablo সান পাব্লো (সাম্পাভ়্লো), Cusco কুস্কো |
t | [t] ত্ | ত | Toledo তোলেদো (তোলেদ়ো), Montevideo মোন্তেবিদেও (মোন্তেভ়িদ়েও) |
u | [u] উ বা [w] ৱ | উ | Veracruz বেরাক্রুস (কাঃ বেরাক্রুথ়্ / আঃ বেরাক্রুস্), Guadalajara গুয়াদালাহারা (গুয়াদ়ালাখ়ারা) |
v | [b] ব্ বা [β] ভ় (অর্থাৎ সম্পূর্ণ b-এর মতো উচ্চারণ) |
ভ (স্পেনীয় বানানে v-এর স্বাতন্ত্র্যকে প্রাধান্য দিয়ে) |
Veracruz ভেরাক্রুস (কাঃ বেরাক্রুথ়্ / আঃ বেরাক্রুস্), Vásquez ভাস্কেস (কাঃ বাস্কেথ়্/ আঃ বাস্কেস্) |
x | [ks]/[x]/[ʃ] ক্স্/খ়্/শ্ | ক্স/হ/শ | Oaxaca ওয়াহাকা (ৱাখ়াকা), Ixtapa ইশ্তাপা |
y | পুরোপুরি i-এর মত | ই/ইয় | Yermo ইয়ের্মো (য়ের্মো), Montoya মোন্তোইয়া (মোন্তোয়া) |
z | [θ] (কাঃ)থ়্ / [s] (আঃ) স্ | স | Zaragoza সারাগোসা (কাঃ থ়ারাগোথ়া / আঃ সারাগোসা), La Paz লা পাস (কাঃ লা পাথ়্ / আঃ লা পাস্) |