উইকিপিডিয়ানদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি ও নতুনদের আগ্রহী করে তুলতে বিশ্বের অন্যান্য দেশের মত নিয়মিতভাবে বাংলাদেশ এবং ভারতের কলকাতার বিভিন্ন স্থানে বাংলা উইকিপিডিয়ানদের মুখোমুখি সম্মিলন ঘটে। এ পাতাটি এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য ব্যবহৃত হয়ে থাকে। এর উপপাতাসমূহ প্রতিটি অনুষ্ঠান আয়োজনের বিষয়াদি চূড়ান্ত করতে ব্যবহৃত হয়। এই পাতাতে পূর্ববর্তী সম্মিলনসহ আসন্ন সম্মিলন সম্পর্কে তথ্য পাওয়া যাবে। ২০১৬ সাল থেকে বাংলাদেশে অনুষ্ঠিত সম্মিলনসমূহ উইকিমিডিয়া বাংলাদেশের নথিপত্রের ওয়েবসাইটের মিটআপ পাতাটিতে লিপিবদ্ধ করা হয়ে থাকে। বাংলাদেশের সম্মিলনগুলোর ক্ষেত্রে মিটআপ পাতাটি ব্যবহার করুন।
ঢাকা +/- | |
---|---|
ঢাকা ১ | ১২ নভেম্বর ২০১০ |
ঢাকা ২ | ১২ নভেম্বর ২০১০ |
ঢাকা ৩ | ১২ নভেম্বর ২০১০ |
ঢাকা ৪ | ১২ নভেম্বর ২০১০
|
কলকাতা +/- | |
কলকাতা ১ | ১১ ডিসেম্বর ২০১০
|
উইকিপিডিয়া:সম্মিলন |