![]() ২০১৮ সালে উইলিয়ান জোসে | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | উইলিয়ান জোসে দে সৌজা | ||
জন্ম | ২৩ নভেম্বর ১৯৯১ | ||
জন্ম স্থান | পোর্তো কালভো, ব্রাজিল | ||
উচ্চতা | ১.৮৬ মিটার (৬ ফুট ১ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | স্ট্রাইকার | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | রিয়াল সোসিয়েদাদ | ||
জার্সি নম্বর | ১২ | ||
যুব পর্যায় | |||
২০০৬–২০০৮ | সিআরবি | ||
২০০৮–২০০৯ | বারুয়েরি | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৯–২০১০ | বারুয়েরি | ২৬ | (৬) |
২০১১–২০১৬ | দেপোর্তিভো মালদোনাদো | ০ | (০) |
২০১১–২০১২ | → সাও পাওলো (ধার) | ২৮ | (১) |
২০১৩ | → গ্রেমিও (ধার) | ০ | (০) |
২০১৩ | → সান্তোস (ধার) | ২৩ | (৫) |
২০১৪ | → রিয়াল মাদ্রিদ বি (ধার) | ১৬ | (৪) |
২০১৪ | → রিয়াল মাদ্রিদ (ধার) | ১ | (০) |
২০১৪–২০১৫ | → জারাগোজা (ধার) | ৩৬ | (১০) |
২০১৫–২০১৬ | → লাস পালমাস (ধার) | ৩০ | (৯) |
২০১৬– | রিয়াল সোসিয়েদাদ | ৫৫ | (২৫) |
জাতীয় দল | |||
২০১১ | ব্রাজিল অনূর্ধ্ব-২০ | ১৫ | (৫) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৩ এপ্রিল ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। |
উইলিয়ান জোসে দে সৌজা (জন্ম: ২৩ নভেম্বর ১৯৯১), উইলিয়ান জোসে নামেও পরিচিত, হলেন একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবলার, যিনি লা লিগার স্পেনীয় ক্লাব রিয়াল সোসিয়েদাদের হয়ে একজন স্ট্রাইকার হিসেবে খেলেন।
২০১১ সালে, উইলিয়ান জোসে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এবং দক্ষিণ আমেরিকান যুব চ্যাম্পিয়নশিপ জয়ী ব্রাজিল দলের একজন সদস্য ছিলেন। তিনি প্রতিযোগিতা দুইটিতে যথাক্রমে ২টি এবং ৩টি করে গোল করেছেন।
২০১৮ সালের ১২ই মার্চ তারিখে, রাশিয়া এবং জার্মানির বিরুদ্ধে দুই ম্যাচের জন্য ব্রাজিল জাতীয় দলে ডাক পান।[১]