উইলিয়াম টমাস ব্লানফোর্ড | |
---|---|
![]() উইলিয়াম টমাস ব্লানফোর্ড (১৮৩২–১৯০৫) | |
জন্ম | |
মৃত্যু | ২৩ জুন ১৯০৫ লন্ডন, ইংল্যান্ড | (বয়স ৭২)
জাতীয়তা | ইংরেজ |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | প্রকৃতিবিদ, ভূতত্ত্ববিদ |
উইলিয়াম টমাস ব্লানফোর্ড (৭ অক্টোবর, ১৮৩২-২৩ জুন, ১৯০৫) একজন ইংরেজ প্রকৃতিবিদ ও ভূতত্ত্ববিদ। ভারতীয় উপমহাদেশে প্রাণিবিদ্যার বাইবেলখ্যাত The Fauna of British India, Including Ceylon and Burma-এর অন্যতম প্রধান সম্পাদক ছিলেন তিনি।[১]
ব্লানফোর্ড ১৮৩২ সালে লন্ডনে জন্মগ্রহণ করেন। ব্রাইটন ও প্যারিসে তিনি পারিবারিক বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করেন। প্রথম দিকে তিনি ব্যবসা-বাণিজ্যে কর্মজীবন শুরু করার চেষ্টা করেন।[২] ১৮৫১ সালে দেশে ফিরে তিনি রয়েল স্কুল অফ মাইনসে ভর্তি হন। ১৮৫৪ সালে ব্লানফোর্ড ও তার ভাই হেনরি ফ্রান্সিস ব্লানফোর্ড জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় যোগ দেন।[৩] দীর্ঘ সাতাশ বছর সেখানে কাজ করার পর ১৮৮২ সালে তিনি অবসর গ্রহণ করেন।[৩] অবসর গ্রহণের পর তিনি The Fauna of British India, Including Ceylon and Burma সম্পাদনার কাজ হাতে নেন।
উইলিয়াম টমাস ব্লানফোর্ডের নামে যে সমস্ত শ্রেণীর নাম রাখা হয়েছে সেখুলো হল: