উইলিয়াম ডামপিয়ের

উইলিয়াম ডামপিয়ের
বই হাতে ডামপিয়েরের একটি চিত্রকর্ম
উইলিয়াম ডামপিয়েরের প্রতিকৃতি, জলদস্যু, ন্যাভিগেটর ও আবিষ্কারক
জন্মখ্রিস্টধর্মে দীক্ষিত ৫ই সেপ্টেম্বর ১৬৫১
ইস্ট কুকের, সোমেরসেট, ইংল্যান্ড
মৃত্যু১৭৫১-এর প্রথম দিকে (৬৩ বছর)
অজানা
জাতীয়তাব্রিটিশ
পেশাসমুদ্র ক্যাপ্টেন ও অনুসন্ধানকারী
পরিচিতির কারণঅস্ট্রেলিয়ায় এক্সপ্লোরিং এবং ম্যাপিং, জলপথে পৃথিবী প্রদক্ষিণ

উইলিয়াম ডামপিয়ের (খ্রিস্টধর্মে দীক্ষিত ৫ সেপ্টেম্বর ১৬৫১[] - ১৭৫১-এর প্রথম দিকে) ছিলেন ইংরেজ বংশদ্ভূত প্রথম আবিষ্কারক যিনি বর্তমান অস্ট্রেলিয়ার এবং প্রথম ব্যক্তি যিনি জনপথে তিনবার পৃথিবী প্রদক্ষিণ করেছেন। তাকে অস্ট্রেলিয়ার প্রথম প্রাকৃতিক ইতিহাসবিদ[] হিসেবেও বর্ণনা করা হয়, এবং স্যার ওয়াল্টার রেলিগ থেকে জেমস কুকের সময়কালের একজন গুরূত্বপূর্ণ আবিষ্কারক হিসেবে সম্মান করা হয়।[]

ডামপিয়ের তার বই অ্য নিউ ভয়েজ রাউন্ড দ্য ওয়ার্ল্ড দিয়ে ব্রিটিশ নৌবিভাগকে প্রভাবিত করার পর, ডামপিয়েরকে একটি রাজকীয় নৌজাহাজের দায়িত্ব দেওয়া হয় এবং পশ্চিম অস্ট্রেলিয়ায় গুরুত্বপূর্ণ আবিষ্কার করেন কিন্তু নৃশংসতার জন্য তাকে কোর্ট মার্শাল দেওয়া হয়েছিল। পরবর্তী একটি ভ্রমণে তিনি আলেক্সেন্ডার সেলক্রিককে উদ্ধার করেন, যার থেকে অণুপ্রাণিত হয়ে ড্যানিয়েল ডিফো তার অন্যন্য সৃষ্টি রবিনসন ক্রুসো রচনা করেন। ডামপিয়ের নিজেও অনেককে অনুপ্রাণিত করেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলে, জেমস কুক, লর্ড নেলসন, চার্লস ডারউইনআলফ্রেড রাসেল ওয়ালেস

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

উইলিয়াম ডামপিয়ের ১৬৫১ সালে সামারসেটের ইস্ট কুকেরে জন্মগ্রহণ করেন। তিনি খ্রিস্টধর্মে দীক্ষিত হন ৫ই সেপ্টেম্বর কিন্তু তার জন্মের নির্দিষ্ট তারিখ খুঁজে পাওয়া যায় নি। তিনি ব্রুটনের কিং’স স্কুলে শিক্ষাগ্রহণ করেন।[] ১৬৭৩ সালে রাজকীয় নৌবাহিনীতে যোগদান করার পূর্বে তিনি দুটি বাণিজ্য জাহাজ নিয়ে সমুদ্র যাত্রা করেছিলেন। একই বছরের জুনে তিনি স্কনিভেল্ডের দুটি যুদ্ধে অংশ নেন।

নৌবাহিনীতে যোগদানের পর তিনি অসুস্থতার জন্য কয়েকমাস পর ইংল্যান্ড ফিরে আসতে বাধ্য হন। পরবর্তী কয়েক বছর তিনি বিভিন্ন পেশায় জড়িত ছিলেন, তার মধ্যে জ্যমাইকায় বাগানের ব্যবস্থাপনা ও মেক্সিকোতে লগিং করেছেন। পরবর্তীতে তিনি অন্য একটি অভিযানে অংশ নেন।[]

  • অ্য নিউ ভয়েজ রাউন্ড দ্য ওয়ার্ল্ড, ১৬৯৭
  • ভয়েজ এন্ড ডেসক্রেপসন, ১৬৯৯
  • অ্য ভয়েজ টু নিউ হোলেন্ড, ১৭০৩
  • অ্য সাপ্লিমেন্ট অফ দ্য ভয়েজ রাউন্ড দ্য ওয়ার্ল্ড, ১৭০৫
  • দ্য ক্যম্পেসে ভয়েজ, ১৭০৫
  • অ্য ডিসকাস অফ উইন্ডস, ১৭০৫
  • অ্য কন্টিনেসন অফ অ্য ভয়েজ টু নিউ হোলেন্ড, ১৭০৯

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Out of the Library"The Sunday Times। Perth, W.A.: National Library of Australia। ৩ সেপ্টেম্বর ১৯৩৩। পৃষ্ঠা 17 Sect. A। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১২ 
  2. George, Alexander S. (1999). William Dampier in New Holland: Australia's First Natural Historian. Hawthorn, Vic.: Bloomings Books.
  3. Preston, Diana, and Preston, Michael (2005). A Pirate of Exquisite Mind: The Life of William Dampier. New York: Walker and Company. p. 5.
  4. Somerset Archives ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২২ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে. Records of King's School, Bruton.
  5. Cordingly, David (২০০৬)। Under the Black Flag। New York: Random House। পৃষ্ঠা 83 

বহিঃসংযোগ

[সম্পাদনা]