ব্যক্তিগত তথ্য | |
---|---|
জন্ম | পশ্চিম ইয়র্কশায়ার,ইংল্যান্ড | ৬ মে ২০০৩
ব্যাটিংয়ের ধরন | ডান-হাতি |
ঘরোয়া দলের তথ্য | |
বছর | দল |
২০২১ | ইয়র্কশায়ার |
লিস্ট এ অভিষেক | ২৮ জুলাই ২০২১ ইয়র্কাশায়ার বনাম নর্দাম্পটনশায়ার |
উৎস: ক্রিকইনফো |
উইলিয়াম লাক্সটন (জন্ম ৬ মে ২০০৩) একজন ইংরেজ ক্রিকেটার । [১] ২৮ জুলাই ২০২১ সালে, অনুষ্ঠিত ২০২১ রয়্যাল লন্ডন ওয়ান-ডে কাপে ইয়র্কশায়ারের হয়ে লিস্ট এ ক্রিকেটে অভিষেক ঘটে। [২] ২০২১ সালের ডিসেম্বরে, ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত ২০২২ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের দলে তাকে অন্তর্ভু্ক্ত করা হয় । [৩]