উইলিয়াম হেনরি ব্র্যাগ | |
---|---|
জন্ম | জুলাই ২, ১৮৬২ |
মৃত্যু | মার্চ ১২, ১৯৪২ |
জাতীয়তা | ইংরেজ |
মাতৃশিক্ষায়তন | কেমব্রিজ বিশ্ববিদ্যালয় |
পরিচিতির কারণ | এক্স-রশ্মি অপবর্তন |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
প্রতিষ্ঠানসমূহ | University of Adelaide লীডস বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি কলেজ লন্ডন রয়েল ইন্সটিটিউশন |
ডক্টরাল উপদেষ্টা | জে. জে. টমসন |
ডক্টরেট শিক্ষার্থী | উইলিয়াম লরেন্স ব্র্যাগ Kathleen Lonsdale William Thomas Astbury |
টীকা | |
উইলিয়াম লরেন্স ব্র্যাগ-এর পিতা। তিনি মাস্টার্স উপদেষ্টা ছিলেন। কারণ তখন কেমব্রিজে পিএইচডি ছিলনা। |
স্যার উইলিয়াম হেনরি ব্র্যাগ ওএম, এমএ, পিএইচডি একজন বিখ্যাত ইংরেজ পদার্থবিজ্ঞানী এবং রসায়নবিদ[১]। তিনি ছেলের সাথে যৌথভাবে ১৯১৫ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তাদের গবেষণার বিষয় ছিল এক্স রশ্মির সাহায্যে কেলাস গঠন বিশ্লেষণ। তিনি কিং উইলিয়াম্স কলেজ, আইল অফ ম্যান, কেমব্রিজের ট্রিনিটি কলেজে পড়াশুনা করেছেন। এছাড়া তিনি অস্ট্রেলিয়ার অ্যাডেলেড বিশ্ববিদ্যালয়[২] , লীডস বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডনে অধ্যয়ন করেছেন। তিনি নিজের ছেলের সাথে যৌথভাবে এক্স-রশ্মি বর্ণালিবীক্ষণ এবং এদের বর্ণালি নিয়ে বিস্তর গবেষণা করেছিলেন। এছাড়া ১৯৩৫ থেকে ১৯৪০ সাল পর্যন্ত রয়েল সোসাইটির সভাপতি ছিলেন।
সম্মানজনক পদবীসমূহ | ||
---|---|---|
পূর্বসূরী: স্যার ফ্রেডেরিক হপকিন্স |
রয়েল সোসাইটির সভাপতি ১৯৩৫ –১৯৪০ |
উত্তরসূরী: Sir Henry Dale |