এই নিবন্ধের যাচাইযোগ্যতার জন্য অতিরিক্ত তথ্যসূত্র প্রয়োজন। |
উখড়া | |
---|---|
গ্রাম | |
পশ্চিমবঙ্গ, ভারতে অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৫৬′৪২″ উত্তর ৮৮°৩৯′৩৭″ পূর্ব / ২২.৯৪৪৯৩৮° উত্তর ৮৮.৬৬০৩০৭° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | নদিয়া |
আয়তন | |
• মোট | ৪.৭৮ বর্গকিমি (১.৮৫ বর্গমাইল) |
উচ্চতা | ১২ মিটার (৩৯ ফুট) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১৩,৫৪৮ |
• জনঘনত্ব | ২,৮০০/বর্গকিমি (৭,৩০০/বর্গমাইল) |
ভাষা | |
• অফিসিয়াল | বাংলা, ইংরেজি |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
টেলিফোন কোড | ০৩৪৭৩ |
লোকসভা কেন্দ্র | বনগাঁ |
বিধানসভা কেন্দ্র | হরিণঘাটা |
ওয়েবসাইট | www |
উখড়া হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার অন্তর্গত কল্যাণী মহকুমার অধীনস্থ হরিণঘাটা সমষ্টি উন্নয়ন ব্লকের একটি গ্রাম।[১]
উখড়ার অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২২°৫৬′ উত্তর ৮৮°৪০′ পূর্ব / ২২.৯৪° উত্তর ৮৮.৬৬° পূর্ব। সমুদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ১২ মিটার (৩৯ ফুট)।[২]
ভারতের ২০১১ সালের জনশুমারি অনুসারে উখড়ার জনসংখ্যা হল ১৩,৫৪৮ জন। এর মধ্যে ৬,৯৭৪ জন পুরুষ এবং ৬,৫৭৪ জন মহিলা। এর মধ্যে পুরুষ ৫১%, এবং নারী ৪৯%। এখানে সাক্ষরতার হার ৮৪% । পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮৯%, এবং নারীদের মধ্যে এই হার ৭৯%। সারা পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে উখড়ার সাক্ষরতার হার বেশি। উখড়ার জনসংখ্যার ৯.৬৬% হল ৬ বছর বা তার কম বয়সী।[৩]
|শিরোনাম=
অনুপস্থিত বা খালি (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]