![]() উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশনের লোগো | ||||||||||
সংঘ | উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
কর্মীবৃন্দ | ||||||||||
অধিনায়ক | কনসি আওয়েকো | |||||||||
কোচ | লরেন্স সেমাতিম্বা | |||||||||
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল | ||||||||||
আইসিসি মর্যাদা | সহযোগী সদস্য (১৯৯৮) | |||||||||
আইসিসি অঞ্চল | আফ্রিকা | |||||||||
| ||||||||||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক | ||||||||||
প্রথম টি২০আই | বনাম ![]() | |||||||||
সর্বশেষ টি২০আই | বনাম ![]() | |||||||||
| ||||||||||
টি২০ বিশ্বকাপ বাছাইপর্ব উপস্থিতি | ১ (২০১৮ সালে সর্বপ্রথম) | |||||||||
সেরা ফলাফল | ৬ষ্ঠ স্থান (২০১৮) | |||||||||
১৮ জুন ২০২৩ অনুযায়ী |
উগান্ডা জাতীয় নারী ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেটে উগান্ডার প্রতিনিধিত্বকারী একটি দল।
২০০৬ সালের জানুয়ারি মাসে উগান্ডার জাতীয় দল কেনিয়া ও কেনিয়া এ দলের সঙ্গে একটি তিন দলের সিরিজে অংশ নেয়। ২০০৬ সালের ডিসেম্বর মাসে দলটি ২০০৯ নারী বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে অংশ নেয়, যে টুর্নামেন্টে কেনিয়া, জিম্বাবুয়ে ও তানজানিয়াও অংশগ্রহণ করেছিল। টুর্নামেন্টে উগান্ডা তৃতীয় স্থান অর্জন করে।
২০১৮ সালের জুলাই মাসে নেদারল্যান্ডসে অনুষ্ঠিত ২০১৮ আইসিসি নারী বিশ্ব টোয়েন্টি২০ বাছাইপর্ব টুর্নামেন্টে স্কটল্যান্ডের বিপক্ষে উগান্ডা নিজেদের প্রথম আনুষ্ঠানিক টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলে।
ব
|
||
কেভিন আউইনো ১৩ (২১)
র্যাচেল শোলস ৩/৩ (৩ ওভার) |
২০১৯ সালের জুন মাসে রুয়ান্ডায় অনুষ্ঠিত কুইবুকা টি২০ টুর্নামেন্টে মালির বিরুদ্ধে উগান্ডা ২০ ওভারে ৩১৪ রান সংগ্রহ করে। এটি ছিল টোয়েন্টি২০ আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে কোনও দলের সর্বোচ্চ সংগ্রহ।[৪]
২০২১ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত ২০২১ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ আফ্রিকা বাছাইপর্ব টুর্নামেন্টে উগান্ডা অংশ নেয়।[৫] টুর্নামেন্টে উগান্ডা চতুর্থ স্থান অধিকার করে।
২০২৩ কুইবুকা টি২০ টুর্নামেন্টে উগান্ডার দলটি ছিল নিম্নরূপ:[৬]
আন্তর্জাতিক ম্যাচের সারসংক্ষেপ — উগান্ডা[৭]
১৮ জুন ২০২৩ তারিখে সর্বশেষ হালনাগাদ।
খেলার রেকর্ড | ||||||
ফরম্যাট | ম্যাচ | জয় | পরাজয় | টাই | ফলাফল হয়নি | প্রথম ম্যাচ |
---|---|---|---|---|---|---|
টোয়েন্টি২০ আন্তর্জাতিক | ৭০ | ৪২ | ২৮ | ০ | ০ | ৭ জুলাই ২০১৮ |
উগান্ডার হয়ে টি২০আই ক্রিকেটে সর্বোচ্চ রান[১১]
|
উগান্ডার হয়ে টি২০আই ক্রিকেটে সর্বোচ্চ উইকেট[১২]
|
অন্যান্য দলের বিরুদ্ধে টি২০আই পরিসংখ্যান[৭]
টি২০আই #১৪৯৬ পর্যন্ত সঠিক পরিসংখ্যান। ১৮ জুন ২০২৩ তারিখে সর্বশেষ হালনাগাদ।
প্রতিপক্ষ | ম্যাচ | জয় | পরাজয় | টাই | ফলাফল হয়নি | প্রথম ম্যাচ | প্রথম জয় |
---|---|---|---|---|---|---|---|
পূর্ণ সদস্যের বিরুদ্ধে | |||||||
![]() |
১ | ০ | ১ | ০ | ০ | ১০ জুলাই ২০১৮ | |
![]() |
৭ | ০ | ৭ | ০ | ০ | ৭ এপ্রিল ২০১৯ | |
সহযোগী সদস্যের বিরুদ্ধে | |||||||
![]() |
২ | ২ | ০ | ০ | ০ | ১৪ ডিসেম্বর ২০২২ | ১৪ ডিসেম্বর ২০২২ |
![]() |
৯ | ৮ | ১ | ০ | ০ | ৬ এপ্রিল ২০১৯ | ৬ এপ্রিল ২০১৯ |
![]() |
১ | ১ | ০ | ০ | ০ | ১২ সেপ্টেম্বর ২০২১ | ১২ সেপ্টেম্বর ২০২১ |
![]() |
১ | ১ | ০ | ০ | ০ | ১৫ জুন ২০২২ | ১৫ জুন ২০২২ |
![]() |
৭ | ২ | ৫ | ০ | ০ | ১৮ জুন ২০১৯ | ১৫ ডিসেম্বর ২০২২ |
![]() |
২ | ১ | ১ | ০ | ০ | ৮ জুলাই ২০১৮ | ৮ জুলাই ২০১৮ |
![]() |
৪ | ৩ | ১ | ০ | ০ | ১১ সেপ্টেম্বর ২০২১ | ১১ সেপ্টেম্বর ২০২১ |
![]() |
৮ | ২ | ৬ | ০ | ০ | ৬ মে ২০১৯ | ১ মে ২০২৩ |
![]() |
১ | ১ | ০ | ০ | ০ | ১২ জুলাই ২০১৮ | ১২ জুলাই ২০১৮ |
![]() |
৫ | ৩ | ২ | ০ | ০ | ১৬ মে ২০২২ | ১৬ মে ২০২২ |
![]() |
৩ | ৩ | ০ | ০ | ০ | ১৬ জুন ২০২২ | ১৬ জুন ২০২২ |
![]() |
১ | ১ | ০ | ০ | ০ | ১৪ জুন ২০২২ | ১৪ জুন ২০২২ |
![]() |
২ | ২ | ০ | ০ | ০ | ২০ জুন ২০১৯ | ২০ জুন ২০১৯ |
![]() |
৮ | ৭ | ১ | ০ | ০ | ১৯ জুন ২০১৯ | ১৯ জুন ২০১৯ |
![]() |
৩ | ২ | ১ | ০ | ০ | ২০ এপ্রিল ২০২৩ | ২০ এপ্রিল ২০২৩ |
![]() |
২ | ২ | ০ | ০ | ০ | ৫ মে ২০১৯ | ৫ মে ২০১৯ |
![]() |
১ | ০ | ১ | ০ | ০ | ৭ জুলাই ২০১৮ | |
![]() |
২ | ১ | ১ | ০ | ০ | ৭ জুলাই ২০১৮ | ২৭ এপ্রিল ২০২৩ |