ব্যক্তিগত তথ্য | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | হুগো আরমান্দো ক্যাম্পাগনারো[১] | |||||||||||||
জন্ম | ২৭ জুন ১৯৮০ | |||||||||||||
জন্ম স্থান | কর্ডোবা, আর্জেনটিনা | |||||||||||||
উচ্চতা | ১.৮১ [১] | |||||||||||||
মাঠে অবস্থান | ডিফেন্ডার | |||||||||||||
জ্যেষ্ঠ পর্যায়* | ||||||||||||||
বছর | দল | ম্যাচ | (গোল) | |||||||||||
১৯৯৮–২০০২ | দেপোর্তিভো মরন | ১০৩ | (৬) | |||||||||||
২০০২–২০০৭ | পিয়াচেনৎসা | ১২৭ | (১০) | |||||||||||
২০০৭–২০০৯ | সাম্পদোরিয়া | ৩৮ | (১) | |||||||||||
২০০৯–২০১৩ | নাপোলি | ১১৮ | (৪) | |||||||||||
২০১৩–২০১৫ | ইন্টার মিলান | ৩১ | (০) | |||||||||||
২০১৫–২০২০ | পেসকারা | ৬২ | (৪) | |||||||||||
জাতীয় দল | ||||||||||||||
২০১২–২০১৪ | আর্জেন্টিনা | ১৭ | (০) | |||||||||||
অর্জন ও সম্মাননা
| ||||||||||||||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে |
উগো আরমান্দো ক্যাম্পানিয়ারো ( স্পেনীয় উচ্চারণ: [ˈuɣo] ; জন্ম ২৭ জুন ১৯৮০) আর্জেন্টিনার একজন প্রাক্তন পেশাদার ফুটবলার যিনি সেন্টার ব্যাক হিসেবে খেলেন।
২০১২ সাল থেকে আর্জেন্টিনার হয়ে সম্পূর্ণ আন্তর্জাতিক, ক্যাম্পাগনারো তার দেশের হয়ে ১৭টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন। দুই বছর পরে ২০১৪ ফিফা বিশ্বকাপের জন্য নির্বাচিত হন। সেই বিশ্বকাপে তার দল জার্মানির কাছে ১-০ গোলে হারায় ফলে তিনি রানার্স-আপ পদক জিতেছিলেন।