গণপ্রজাতন্ত্রী উজবেকিস্তানাএর অলি মজলিসের সিনেট Oʻzbekiston Respublikasi Oliy Majlisi Senati (উজবেক) | |
---|---|
5th Oliy Majlis | |
ধরন | |
ধরন | অলি মজলিস-এর উচ্চ কক্ষ |
মেয়াদসীমা | নেই |
ইতিহাস | |
শুরু | ২০০৫ |
নেতৃত্ব | |
চেয়ারম্যান | Tanzila Norbaeva ২১ জুন ২০১৯ থেকে |
গঠন | |
আসন | ১০০ (৮৪ জন সরাসরি নির্বাচিত এবং ১৬ প্রেসিডেন্ট কর্তৃক মনোনীত) |
সময়কালের মেয়াদ | ৫ বছর |
সভাস্থল | |
তাশখন্দের সিনেট ভবন | |
ওয়েবসাইট | |
senat |
সিনেট (উজবেক: Senat) হলো উজবেকিস্তান প্রজাতন্ত্রের অলি মজলিসের উচ্চকক্ষ।
সিনেট ১০০ জন সদস্য নিয়ে গঠিত। এর গঠন নিম্নরূপ:
সিনেটররা পরোক্ষভাবে স্থানীয় কাউন্সিলের সদস্যদের সমন্বয়ে একটি নির্বাচনী কলেজ দ্বারা নির্বাচিত হয়। দেশের ১৪টি অঞ্চলের সাথে ১২টি প্রদেশের পাশাপাশি তাশখন্দের রাজধানী এবং কারাকালপাকস্তানের আধা-স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্রের প্রত্যেকে ৬টি আসন পূরণের জন্য সিনেটর নির্বাচন করে। সিনেটররা পাঁচ বছরের মেয়াদে কাজ করেন।[১]
নাম | সময়কাল | নোট |
---|---|---|
মুরাত শরিফখোদজায়েভ | ২৭ জানুয়ারি ২০০৫– ২৪ ফেব্রুয়ারি ২০০৬ | [২] |
ইলগিজার সাবিরভ | ২৪ ফেব্রুয়ারি ২০০৬ – ২২ জানুয়ারি ২০১৫ | [২] |
নিগমাটিলা ইউলদাশেভ | ২২ জানুয়ারি ২০১৫ – ২১ জুন ২০১৯ | [৩] |
তানজিলা নরবায়েভা | ২১ জুন ২০১৯ – বর্তমান |