উজবেকিস্তানের সিনেট

গণপ্রজাতন্ত্রী উজবেকিস্তানাএর অলি মজলিসের সিনেট

Oʻzbekiston Respublikasi Oliy Majlisi Senati (উজবেক)
5th Oliy Majlis
ধরন
ধরন
উচ্চ কক্ষ
মেয়াদসীমানেই
ইতিহাস
শুরু২০০৫
নেতৃত্ব
চেয়ারম্যান
Tanzila Norbaeva
২১ জুন ২০১৯ থেকে
গঠন
আসন১০০ (৮৪ জন সরাসরি নির্বাচিত এবং ১৬ প্রেসিডেন্ট কর্তৃক মনোনীত)
সময়কালের মেয়াদ৫ বছর
সভাস্থল
তাশখন্দের সিনেট ভবন
ওয়েবসাইট
senat.uz উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

সিনেট (উজবেক: Senat) হলো উজবেকিস্তান প্রজাতন্ত্রের অলি মজলিসের উচ্চকক্ষ।

সিনেট ১০০ জন সদস্য নিয়ে গঠিত। এর গঠন নিম্নরূপ:

  • ৮৪ জন নির্বাচিত সিনেটর
  • ১৬ জন সিনেটর রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত।

নির্বাচন

[সম্পাদনা]

সিনেটররা পরোক্ষভাবে স্থানীয় কাউন্সিলের সদস্যদের সমন্বয়ে একটি নির্বাচনী কলেজ দ্বারা নির্বাচিত হয়। দেশের ১৪টি অঞ্চলের সাথে ১২টি প্রদেশের পাশাপাশি তাশখন্দের রাজধানী এবং কারাকালপাকস্তানের আধা-স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্রের প্রত্যেকে ৬টি আসন পূরণের জন্য সিনেটর নির্বাচন করে। সিনেটররা পাঁচ বছরের মেয়াদে কাজ করেন।[]

উজবেকিস্তানের সিনেটের চেয়ারম্যান

[সম্পাদনা]
নাম সময়কাল নোট
মুরাত শরিফখোদজায়েভ ২৭ জানুয়ারি ২০০৫– ২৪ ফেব্রুয়ারি ২০০৬ []
ইলগিজার সাবিরভ ২৪ ফেব্রুয়ারি ২০০৬ – ২২ জানুয়ারি ২০১৫ []
নিগমাটিলা ইউলদাশেভ ২২ জানুয়ারি ২০১৫ – ২১ জুন ২০১৯ []
তানজিলা নরবায়েভা ২১ জুন ২০১৯ – বর্তমান

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]