উজবেকিস্তানের সুপ্রিম কোর্ট | |
---|---|
Oʻzbekiston Respublikasi Oliy sudi Верховный суд Республики Узбекистан | |
প্রতিষ্ঠাকাল | ১৯৯১ |
অবস্থান | আব্দুল্লা কদিরি,সড়ক, তাশখন্দ |
অনুমোদনকর্তা | বিচার মন্ত্রনালয় |
তথ্যক্ষেত্র | অফিসিয়াল সাইট |
সুপ্রিমকোর্টের সভাপতি | |
সম্প্রতি | কজিমজন কমিলভ |
হইতে | মে ২৮, ২০১৭ |
উজবেকিস্তানের সুপ্রিম কোর্ট উজবেকিস্তান প্রজাতন্ত্রের দেওয়ানি, ফৌজদারি এবং প্রশাসনিক আইনের সবচেয়ে উচ্চতর সংস্থা। এটি বর্তমানে সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম ইকোনমিক কোর্টের সমন্বয়ে গঠিত, যা ফেব্রুয়ারি ২০১৭-এ একীভূত হয়েছিল।[১]