উজি | |
---|---|
উজি সাবমেশিন গান | |
প্রকার | সাবমেশিন গান |
উদ্ভাবনকারী | ইসরায়েল |
ব্যবহার ইতিহাস | |
ব্যবহারকারী | ব্যবহারকারী দেখুন |
যুদ্ধে ব্যবহার | সুয়েজ সংকট, ছয় দিনের যুদ্ধ, ইয়োম কিপ্পুর যুদ্ধ, শ্রীলঙ্কার গৃহযুদ্ধ, পর্তুগিজ ঔপনিবেশিক যুদ্ধ, দক্ষিণ আফ্রিকার সীমান্ত যুদ্ধ, রোডেশিয়ার বুশ যুদ্ধ, সোমালি গৃহযুদ্ধ |
উৎপাদন ইতিহাস | |
নকশাকারী | উজিয়েল গাল[১] |
নকশাকাল | ১৯৪৮ |
উৎপাদনকারী | ইসরায়েল মিলিটারি ইন্ডাস্ট্রিজ, এফএন হার্সটেল, নোরিঙ্কো, লিটেলন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস (ভেক্টর আর্মসের আওতায়), রাহ-আলান |
উৎপাদনকাল | ১৯৫০-বর্তমান |
উৎপাদন সংখ্যা | ১,০০,০০,০০০+[২] |
সংস্করণসমূহ | প্রকারভেদ দেখুন |
তথ্যাবলি | |
ওজন | ৩.৫ kg (৭.৭২ lb)[১] |
দৈর্ঘ্য | ৬৪০ mm (২৫.২ in) স্টক খোলা অবস্থায়[১]৪৭০ মিমি (১৮.৫ ইঞ্চি) স্টক ভাঁজকৃত অবস্থায় |
ব্যারেলের দৈর্ঘ্য | ২৬০ মিমি (১০.২ ইঞ্চি)[১] |
কার্টিজ | ৯x১৯এমএম প্যারাবেলাম, .২২ এলআর, .৪৫ এসিপি, .৪১ এই |
কার্যপদ্ধতি/অ্যাকশন | ব্লোব্যাক[১] |
গুলির হার | প্রতি মিনিটে ৬০০ রাউন্ড[১] |
নিক্ষেপণ বেগ | প্রতি সেকেন্ডে ৪০০ মিটার[৩] |
কার্যকর পাল্লা | ২০০ মিটার[৪] |
ফিডিং | ১০ (.২২ ও .৪১ এই), ১৬ (.৪৫ এসিপি) ২০, ৩২, ৪০ এবং ৫০ রাউন্ডের বক্স ম্যাগাজিন |
সাইট | লোহার তৈরি |
উজি (হিব্রু ভাষায়: עוזי) হচ্ছে ওপেন বোল্ট ও ব্লোব্যাক পরিবারভুক্ত একটি সাবমেশিন গান। এর ছোট আকৃতির সংস্করণগুলো মেশিন পিস্তল নামে পরিচিত। সর্বপ্রথম নির্মিত টেলিস্কোপিং বোল্টযুক্ত আগ্নেয়াস্ত্রগুলোর মধ্যে উজি অন্যতম। এর ফলে ছোট অস্ত্রের ম্যাগাজিন পিস্তলের মতো হাতের মুঠোর ভেতর স্থাপন করার প্রচলন শুরু হয়, যা অস্ত্রের দৈর্ঘ্য কমিয়ে দেয়। জাপানের তৈরি টাইপ ২ মেশিন পিস্তলের পূর্বে এধরনের ডিজাইন আগে কখনও দেখা যায়নি।
ইসরায়েলি সশস্ত্র বাহিনীতে কর্মরত মেজর উজিয়েল গাল ১৯৪০-এর দশকে সর্বপ্রথম এই অস্ত্রের নকশা প্রণয়ন করেন। তার নামানুসারেই এই অস্ত্রের নামকরণ করা হয় উজি। ১৯৫০ সালে এর অস্ত্রটির প্রথম প্রোটোটাইপ নির্মাণ শেষ হয়। ইসারায়েল ডিফেন্স ফোর্সের স্পেশাল বাহিনী ১৯৫৪ সালে প্রথম এই অস্ত্রটি ব্যবহার করে। দুই বছর পর সাধারণ বিভিন্ন ক্ষেত্রেও এই অস্ত্রের ব্যবহার শুরু হয়। ব্যক্তিগত প্রতিরক্ষা, সামরিক কর্মকর্তা, গোলন্দাজ বাহিনীর সৈন্যরা ও ট্যাংকে থাকা সেনা, এবং পদাতিক অ্যাসল্ট বাহিনীর সদস্যদের দ্বারাই মূলত এই অস্ত্র ব্যবহৃত হয়। এছাড়াও কোনো বাহিনীর পেছনে অবস্থিত সৈন্যদের কাছে নিরাপত্তা প্রদানের উদ্দেশ্যেও এই অস্ত্রের ব্যবহার আছে। তুলনামূলকভাবে অনেক হাল্কা এবং এর প্রতি মিনিটে গুলির হার অনেক বেশি হওয়ায় বিভিন্ন ক্ষেত্রে এই অস্ত্রটি ব্যবহৃত হয়ে আসছে।
এখন পর্যন্ত বিশ্বের ৯০টিরও বেশি দেশে উজি রপ্তানি করা হয়েছে।[২] এখন পর্যন্ত ইসরায়েল মিলিটারি ইন্ডাস্ট্রিজ, এফএন হার্সটেল, এবং অন্যান্য অনেক অস্ত্রনির্মাতা প্রতিষ্ঠান উজি উৎপাদন করে আসছে। ১৯৬০ থেকে ১৯৮০-এর দশক পর্যন্ত উজি বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক বিক্রি হওয়া সাবমেশিন গান। বিশ্বজুড়ে নানা দেশের সামরিক ও পুলিশ বাহিনী এই অস্ত্র ব্যবহার করে আসছে।[৫]