উত্তপ্ত বৃহস্পতি

উত্তপ্ত বৃহস্পতির শৈল্পিক ছাপ

উত্তপ্ত বৃহস্পতি ( কখনও কখনও উত্তপ্ত শনিও বলা হয় ) হলো এক শ্রেণীর গ্যাসীয় দৈত্য বহির্গ্রহ, যেগুলি গঠনগতভাবে বৃহস্পতি গ্রহের অনুরূপ বলে অনুমান করা হয়। তবে তাদের কক্ষীয় পর্যায়কাল খুব কম (দশ দিন সর্বোচ্চ)। [] তাদের অবস্থান নক্ষত্রের কাছাকাছি হওয়া ও উচ্চ পৃষ্ঠবায়ুমণ্ডলের তাপমাত্রার ফলে এদের অনানুষ্ঠানিক নাম উত্তপ্ত বৃহস্পতি ( হট জুপিটারস)। []

উত্তপ্ত বৃহস্পতি হলো রেডিয়াল–বেগ পদ্ধতির মাধ্যমে সনাক্ত করা সবচেয়ে সহজ বহির্গ্রহ। সবচেয়ে পরিচিত উত্তপ্ত বৃহস্পতিগুলির মধ্যে একটি হল '৫২ পেগাসি বি' (51 Pegasi b)। এটি ১৯৯৫ সালে আবিষ্কৃত হয়েছিল এবং এটি প্রথম বহির্গ্রহ, যা সূর্যের মত দেখতে একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করে। ৫১ পেগাসি বি এর কক্ষীয় পর্যায়কাল প্রায় ৪ দিন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Wang, Ji; Fischer, Debra A. (২০১৫)। "On the Occurrence Rate of Hot Jupiters in Different Stellar Environments": 229। arXiv:1412.1731অবাধে প্রবেশযোগ্যডিওআই:10.1088/0004-637X/799/2/229 
  2. "What worlds are out there?"Canadian Broadcasting Corporation (ইংরেজি ভাষায়)। ২৫ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৭ 
  3. Wenz, John (১০ অক্টোবর ২০১৯)। "Lessons from scorching hot weirdo-planets" (ইংরেজি ভাষায়)। Annual Reviews। ডিওআই:10.1146/knowable-101019-2অবাধে প্রবেশযোগ্য। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২২