উত্তপ্ত বৃহস্পতি ( কখনও কখনও উত্তপ্ত শনিও বলা হয় ) হলো এক শ্রেণীর গ্যাসীয় দৈত্য বহির্গ্রহ, যেগুলি গঠনগতভাবে বৃহস্পতি গ্রহের অনুরূপ বলে অনুমান করা হয়। তবে তাদের কক্ষীয় পর্যায়কাল খুব কম (দশ দিন সর্বোচ্চ)। [১] তাদের অবস্থান নক্ষত্রের কাছাকাছি হওয়া ও উচ্চ পৃষ্ঠবায়ুমণ্ডলের তাপমাত্রার ফলে এদের অনানুষ্ঠানিক নাম উত্তপ্ত বৃহস্পতি ( হট জুপিটারস)। [২]
উত্তপ্ত বৃহস্পতি হলো রেডিয়াল–বেগ পদ্ধতির মাধ্যমে সনাক্ত করা সবচেয়ে সহজ বহির্গ্রহ। সবচেয়ে পরিচিত উত্তপ্ত বৃহস্পতিগুলির মধ্যে একটি হল '৫২ পেগাসি বি' (51 Pegasi b)। এটি ১৯৯৫ সালে আবিষ্কৃত হয়েছিল এবং এটি প্রথম বহির্গ্রহ, যা সূর্যের মত দেখতে একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করে। ৫১ পেগাসি বি এর কক্ষীয় পর্যায়কাল প্রায় ৪ দিন।[৩]