উত্তম যুদ্ধ সেবা পদক | |
---|---|
উত্তম যুদ্ধ সেবা পদকের চিত্র | |
দেশ | ভারত |
পুরস্কারদাতা দেশ ভারত সরকার | |
ধরন | সামরিক পদক |
পুরস্কৃত হওয়ার কারণ | যুদ্ধকালীন বিশিষ্ট সেবার জন্য |
ফিতা | |
পূর্ববর্তী | |
পরবর্তী (উর্ধতন) | সর্বোত্তম জীবন রক্ষক পদক[১] |
সমমান | অতি বিশিষ্ট সেবা পদক[১] |
পরবর্তী (অধীনস্থ) | বীর চক্র[১] |
উত্তম যুদ্ধ সেবা পদক (ইউওয়াইএসএম) ভারতের দ্বিতীয় সর্বোচ্চ যুদ্ধকালীন বিশিষ্ট সেবা পুরস্কার। এটি অপারেশন কর্মকাণ্ডে বিশিষ্ট পরিষেবার জন্য ভূষিত করা হয়। যুদ্ধের সময়, দ্বন্দ্ব বা লড়াই অপারেশন কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত। পুরস্কারটি শান্তিকালীন পুরস্কার অতি বিশিষ্ট সেবা পদকের সমতুল্য। উত্তম যুদ্ধ সেবা পদক মরণোত্তর ভাবেও ভূষিত করা হতে পারে। [২]