সংস্থার রূপরেখা | |
---|---|
গঠিত | সেপ্টেম্বর, ২০০১ |
যার এখতিয়ারভুক্ত | ভারত (মুখ্যতঃ উত্তর-পূর্ব ভারত) |
সদর দপ্তর | বিজ্ঞান ভবন, মৌলানা আজাদ পথ, নতুন দিল্লী |
বার্ষিক বাজেট | ₹ ৩,০০০ কোটি (ইউএস$ ৩৬৬.৭ মিলিয়ন) (2018-19 est.)[১] |
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী |
|
ওয়েবসাইট | mdoner |
উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্ৰণালয় ভারত সরকারেরর অন্তৰ্গত একটি মন্ত্ৰণালয়। ভারত সরকার ২০০১ সালের সেপ্টেম্বর মাসে উত্তর-পূৰ্বাঞ্চলের দ্ৰুত উন্নয়নের জন্য এই মন্ত্ৰণালয় প্ৰতিষ্ঠা করেছিলেন। উত্তর-পূৰ্বাঞ্চলের আটটি রাজ্য যথাক্ৰমে অসম, অরুণাচল প্ৰদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্ৰিপুরা ও সিক্কিমের আৰ্থসামাজিক উন্নয়নের জন্য এই মন্ত্ৰণালয় কাজ করে।[২] এটি কেন্দ্ৰীয় সরকার ও মন্ত্ৰণালয়সমূহের সাথে উত্তর-পূর্বের রাজ্যিক সরকারের সমন্বয়ক ভূমিকা গ্ৰহণ করে। উত্তর-পূৰ্বাঞ্চলের জনজাতির উন্নয়ন, ব্যক্তিগত খণ্ডের বিনিয়োগের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা এবং দীৰ্ঘস্থায়ী শান্তি ও সুরক্ষা নিশ্চিত করা এর অন্যতম উদ্দেশ্য।
বৰ্তমান উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্ৰী ভারতীয় জনতা পাৰ্টির জিতেন্দ্ৰ সিং। তিনি স্বতন্ত্ৰ রাজ্যিক মন্ত্ৰী।[৩]
উত্তর-পূর্ব উন্নয়ন বিভাগ ২০০১ সালে সৃষ্টি করা হয়েছিল যদিও ২০০৪ সালে এটি পূৰ্ণপৰ্যায়ের মন্ত্ৰণালয়ের স্বীকৃতি লাভ করে। এর মুখ্য কাজ হল উত্তর পূৰ্বাঞ্চলের উন্নয়নের জন্য পরিবেশ নিৰ্মাণ করা।
উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্ৰণালয়ের মুখ্য কার্যসমূহ হল,
উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্ৰণালয়ের অন্তৰ্গত সংস্থাসমূহ হল,[৫]