উত্তর আসাম বিভাগ

উত্তর আসাম
আসামের সংমন্ডল
তেজপুর, উত্তর আসামের উল্লেখযোগ্য শহর
তেজপুর, উত্তর আসামের উল্লেখযোগ্য শহর
দেশভারত
রাজ্যআসাম
সদর দপ্তরতেজপুর
সরকার
 • কমিশনারএম.আঙ্গামুথু , আইএএস
জনসংখ্যা
 • মোট৭৫,০০,০০০
সময় অঞ্চলইউ টি সি +০৫:৩০ (ভারতীয় মান সময়)

উত্তর আসাম একটি কমিশনারের অধীনে আসামের প্রশাসনিক বিভাগ, এর প্রশাসনিক দপ্তর তেজপুরে অবস্থিত। এটি নিম্নলিখিত জেলাগুলি নিয়ে গঠিত: শোণিতপুর জেলা, লখিমপুর জেলা, বিশ্বনাথ জেলা এবং দারং[]

বড়োল্যান্ড গঠিত হলে এই জেলাকে বিভাগ থেকে আলাদা করে বড়োল্যান্ড-এ যুক্ত করা হয়।

উজনি আসাম বিভাগ থেকে এই জেলাকে এই বিভাগে যুক্ত করা হয় ।

নবগঠিত এই জেলা তার জন্মলগ্ন থেকেই এই বিভাগে যুক্ত রয়েছে ।

প্রস্তাবিত কামরূপ বিভাগ গঠিত হলে এই জেলাকে এখন থেকে আলাদা করে কামরূপ-এ যুক্ত করার প্রস্তাবনা রয়েছে ।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Divisions Assam"। ২৭ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২০