উত্তর ত্রিপুরা জেলা

উত্তর ত্রিপুরা জেলা
District
উত্তর ত্রিপুরায় একটি নদীর দৃশ্য
উত্তর ত্রিপুরায় একটি নদীর দৃশ্য
ত্রিপুরার চারটি জেলা
ত্রিপুরার চারটি জেলা
স্থানাঙ্ক: ২৪°২০′ উত্তর ৯২°০১′ পূর্ব / ২৪.৩৩৩° উত্তর ৯২.০১৭° পূর্ব / 24.333; 92.017
রাজ্যত্রিপুরা
দেশভারত
আসনধর্মনগর
আয়তন
 • মোট১,৪২২.১৯ বর্গকিমি (৫৪৯.১১ বর্গমাইল)
উচ্চতা২৯ মিটার (৯৫ ফুট)
জনসংখ্যা (২০১১)
 • মোট৪,৪৪,৫৭৯
 • জনঘনত্ব৩১০/বর্গকিমি (৮১০/বর্গমাইল)
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+০৫:৩০)
আইএসও ৩১৬৬ কোডIN-TR-NT
ওয়েবসাইটhttp://northtripura.nic.in/

উত্তর ত্রিপুরা জেলা (ইংরেজি: North Tripura district) হচ্ছে উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের একটি প্রশাসনিক জেলা। এই জেলার সদরদপ্তর ধর্মনগরে অবস্থিত। এই জেলার আয়তন ১,৪২২.১৯ কিমি (৫৪৯.১১ মা) এবং ২০১১ সালের আদমশুমারি অনুসারে জনসংখ্যা ৪,৪৪,৫৭৯ জন।[]

ইতিহাস

[সম্পাদনা]

১ সেপ্টেম্বর ১৯৭০ সালে এই জেলা গঠন করা হয়, যখন সমগ্র প্রদেশকে তিনটি জেলায় বিভক্ত করা হয়। ১৪ এপ্রিল ১৯৯৫ সালে এই জেলা থেকে ধলাই জেলা সৃষ্টি করা হয়।

উত্তর ত্রিপুরা জেলার প্রধান ভাষা বাংলা। এছাড়াও সিলেটি, হিন্দি, ককবরক, ইংরেজি, মণিপুরি, ভোজপুরি ইত্যাদি ভাষাও কথিত হয়ে থাকে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Demography of North Tripura"। Govt of Tripura। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২১ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]