উত্তর মিশিগান

উত্তর মিশিগান
উত্তর নিম্নস্থ মিশিগান
মিশিগানের নিম্নস্থ উপদ্বীপ
হালকা সবুজ রঙে উত্তর মিশিগান
হালকা সবুজ রঙে উত্তর মিশিগান
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
অঙ্গরাজ্যমিশিগান
জনসংখ্যা
 • মোট৫,০৬,৬৫৮[]
সময় অঞ্চলপূর্ব: ইউটিসি −৫/−৪

উত্তর মিশিগান (উত্তর নিম্নস্থ মিশিগান বা উর্ধ্বস্থ মিশিগান নামেও পরিচিত) হল মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি অঞ্চল। এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানে কয়েকটি ছোট ও মধ্যম আকারের শহর, বৃহত্তম অঙ্গরাজ্য ও জাতীয় বন, হ্রদ ও নদী এবং গ্রেট লেকের বড় অংশ রয়েছে। এই অঞ্চলে অন্যান্য অঞ্চলের মত মৌসুমী জনসংখ্যা বৃদ্ধি পায়, যার বেশিরভাগ এর মূল শিল্প পর্যটনের উপর নির্ভরশীল। উত্তর নিম্নস্থ মিশিগান আরও উত্তরের উর্ধ্বস্থ উপদ্বীপ ও আইল রয়্যাল থেকে ভিন্ন।

ভূগোল

[সম্পাদনা]

সীমান্তের বিবরণ

[সম্পাদনা]

এই অঞ্চলের দক্ষিণ সীমান্ত সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায় না। এই অঙ্গরাজ্যের দক্ষিণ অংশের কিছু বসতি, তথা ফ্লিন্ট, পোর্ট হারন, ও গ্র্যান্ড র‍্যাপিডস নিজের দক্ষিণের শেষ সীমান্ত বলে মনে করে, কিন্তু আরও উত্তরের বসতিগুলো আরও উত্তরের প্লিজেন্ট পর্বতকে শেষ সীমান্ত মনে করে। ৪৫তম প্যারালাল লাইন উত্তর মিশিগানের উপর দিয়ে গেছে। নিম্নস্থ উপদ্বীপে এই অবস্থান মিসন পয়েন্ট লাইটকে চিহ্নিত করে।

অন্যান্য বিবরণ

[সম্পাদনা]

সকল উত্তর নিম্নস্থ উপদ্বীপ - উত্তরের রেখা থেকে শুরু করে পশ্চিমে ম্যানিস্টি কাউন্টি, এবং পূর্বে ইস্কো কাউন্টিকে গেলর্ডের রোমান ক্যাথলিক ডিওসিজের অংশ হিসেবে গণ্য করা হয়।[]

জনসংখ্যা

[সম্পাদনা]

মিশিগান অঙ্গরাজ্যের নিম্নস্থ উপদ্বীপের সবচেয়ে উত্তরের ২১টি কাউন্টিতে মোট জনসংখ্যার পরিমাণ প্রায় ৫০৬,৬৫৮।[]

কাউন্টিসমূহ

[সম্পাদনা]
উত্তর মিশিগানের ২১টি কাউন্টি
উত্তর মিশিগানের ২১টি কাউন্টি

উত্তর মিশিগানে ২১টি কাউন্টি রয়েছে:

নগরী, গ্রাম ও সম্প্রদায়সমূহ

[সম্পাদনা]

উত্তর মিশিগানের নগরী, গ্রাম ও সম্প্রদায়সমূহ তালিকা নিচে দেওয়া হল:

  • আফটোন
  • আলবার্ট
  • আলোহা
  • আলপেনা
  • আটলান্টা
  • আউ গ্রেস
  • বার্টন সিটি
  • বিভার আইল্যান্ড
  • বিভারটন
  • বিয়ার লেক
  • বেকনাপ
  • বেঞ্জোনিয়া
  • বোলা
  • ব্ল্যাক রিভার
  • বোয়ন সিটি
  • বোয়ন ফলস
  • ব্রাইলি
  • ক্যাডিলাক
  • সেডার
  • সেন্ট্রাল লেক
  • শার্লেভোয়া
  • শেবোগান
  • ডেন্টন
  • পূর্ব জর্ডান
  • পূর্ব টাওয়াস
  • এলবার্টা
  • এক র‍্যাপিডস
  • এম্পায়ার
  • ফেয়ারভিউ
  • ফাইফ লেক
  • ফ্র্যাঙ্কফোর্ট
  • গেলর্ড
  • গ্ল্যাডউইন
  • গ্লেনি
  • গুডার
  • গ্রেলিং
  • গ্রিনবুশ
  • গাস্টিন
  • হেল
  • হার্বার স্প্রিংস
  • হ্যারিসভিল
  • হক্‌স
  • হেরন
  • হিগিন্স লেক
  • হিলম্যান
  • অনর
  • হৌটন লেক
  • হুবার্ড লেক
  • ইন্ডিয়ান রিভার
  • ইটারলোশেন
  • কালকাস্কা
  • কালেভা
  • কিংসলি
  • লাশিন
  • লেক অ্যান
  • লেক লিলানো
  • লুইস্টন
  • লিংকন
  • লং র‍্যাপিডস
  • লস্ট লেক উডস
  • লুডিংটন
  • লুপটন
  • ম্যাকিন্যাক আইল্যান্ড
  • ম্যাকিন সিটি
  • ম্যানিস্টি
  • ম্যাপল সিটি
  • ম্যাপল রিজ
  • মেৎজ
  • মিলার্সবুর্গ
  • মিকাডো
  • মিও
  • মোল্টকে
  • মুলেট লেক
  • ন্যাশনাল সিটি
  • নর্থপোর্ট
  • ওকেওক
  • ওমের
  • ওনাওয়ে
  • ওনেকামা
  • ওসকোডা
  • ওসিনেকে
  • পেলস্টন
  • পেটস্কি
  • পোসেন
  • প্রেসকট
  • প্রেস্ক আইল
  • রিচফিল্ড
  • রজার্স সিটি
  • রসকমন
  • রোজ সিটি
  • রাস্ট
  • স্কটভিল
  • সাউথ ব্রাঞ্চ
  • স্প্রুস
  • স্ট্যানডিশ
  • স্টার্লিং
  • টাওয়াস সিটি
  • টমসনভিল
  • টোপিনাবি
  • টাওয়ার
  • ট্র্যাভার্স সিটি
  • টার্নার
  • টোয়াইনিং
  • ভ্যান্ডারবিল্ট
  • ওয়েস্ট ব্রাঞ্চ
  • হুইটারমোর
  • উইলবার
  • ওলভারিন

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. The largest city is Traverse City. The 4 counties surrounding it make up Traverse City micropolitan area and have a population of 143,372, 7th in nation.
  2. "The Diocese of Gaylord, Michigan : A Diocese of the Roman Catholic Church - Diocese of Gaylord"www.dioceseofgaylord.org 

বহিঃসংযোগ

[সম্পাদনা]