উত্তরা ইন্দো-আর্য | |
---|---|
পাহাড়ী | |
ভৌগোলিক বিস্তার | নেপাল এবং উত্তর-পশ্চিম ভারত |
ভাষাগত শ্রেণীবিভাগ | ইন্দো-ইউরোপীয়
|
উপবিভাগ |
|
গ্লটোলগ | indo1310[১] |
উত্তরা ইন্দো-আর্য ভাষাগোষ্ঠী বা পাহাড়ি ভাষা নামে পরিচিত এই ভাষাগোষ্ঠী ইন্দো-আর্য ভাষা পরিবারের অন্তর্গত এবং হিমালয়ের নিম্ন পার্বত্য অঞ্চলে পূর্ব দিকে নেপাল থেকে পশ্চিমে ভারতের উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশ রাজ্য হয়ে জম্মু ও কাশ্মীরের জম্মু বিভাগ অবধি বিস্তৃত৷[২]
পাহাড়ী ভাষাগুলিকে তিনটি উপশ্রেণীতে ভাগ করা যায়৷
খশকুরা | কুমায়ূনী | কাশ্মীরি | ||||
---|---|---|---|---|---|---|
পুং | স্ত্রী | পুং | স্ত্রী | পুং | স্ত্রী | |
আছি | ছু | ছু | ছিক | ছু | ছুস | ছেস |
আছো | ছাস | ছেস | ছাই | ছি | ছুখ | ছেখ |
আছে | ছ | ছে | ছ | ছি | ছুহ্ | ছেহ্ |
পশ্চিমা পাহাড়ীর বিষয়ে জানার ঝোঁক কম৷ তারা তিব্বতি-বর্মা ভাষাগুলির সংস্পর্শে থাকার কোনো সূত্র পাওয়া যায় না৷ উত্তর পশ্চিম থেকে পূর্ব থেকে তিব্বতি ভাষার মিশ্রণ ক্ষীণ হয়ে আসে৷ শব্দ তালিকার ক্ষেত্রে পশ্চিমা পাহাড়ী ভাষাগুলির সাথে সহজেই উত্তর পশ্চিমের ইন্দো-আর্য দারদীয় ভাষা ও নূরিস্তানী ভাষার মিল পাওয়া যায়৷[তথ্যসূত্র প্রয়োজন]