উদয়পুর উদয়পুর | |
---|---|
শহর | |
ভারতের ত্রিপুরায় অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৩২′ উত্তর ৯১°২৯′ পূর্ব / ২৩.৫৩° উত্তর ৯১.৪৮° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | ত্রিপুরা |
জেলা | গোমতী জেলা |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ৩২,৭৫৮ |
ভাষাসমূহ | |
• সরকারী | বাংলা, ককবরক, ইংরাজি |
সময় অঞ্চল | ভারতীয় মান সময় (ইউটিসি+5:30) |
পিন | ৭৯৯১২০ |
যানবাহন নিবন্ধন | TR-03 |
উদয়পুর (ত্রিপুরা) (ইংরেজি: Udaipur) ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতী জেলার একটি শহর।
শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২৩°৩২′ উত্তর ৯১°২৯′ পূর্ব / ২৩.৫৩° উত্তর ৯১.৪৮° পূর্ব।[২] সমুদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ২২ মিটার (৭২ ফুট)।
উদয়পুর দক্ষিণ ত্রিপুরার অন্যতম প্রধান শহর। ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে এর দূরত্ব ৫৫ কিলোমিটার। ত্রিপুরার মহারাজাদের শাসনামলে উদয়পুর ত্রিপুরার রাজধানী ছিলো। পরে তা আগরতলাতে স্থানান্তরিত করা হয়। সে সময় এর নাম ছিল রাঙ্গামাটি। মহারাজার নামানুসারে এর আরেকটি নাম ছিলো রাধাকিশোরপুর।
ভারতের ২০০১ সালের আদম শুমারি অনুসারে উদয়পুর (ত্রিপুরা) শহরের জনসংখ্যা হল ২১,৭৫১ জন।[৩] এর মধ্যে পুরুষ ৫২% এবং নারী ৪৮%।
এখানে সাক্ষরতার হার ৮৪%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮৭% এবং নারীদের মধ্যে এই হার ৮১%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে উদয়পুর (ত্রিপুরা) এর সাক্ষরতার হার বেশি।
এই শহরের জনসংখ্যার ৯% হল ৬ বছর বা তার কম বয়সী।
ত্রিপুরা সুন্দরী মন্দির
উদয়পুর শহর থেকে তিন কিলোমিটার দূরে মন্দিরটি অবস্থিত। মহারাজা ধন্যমাণিক্য ১৫০১ সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মাতা ত্রিপুরেশ্বরীকে (মা কালী) এই মন্দিরে পূজা দেওয়া হয়। হিন্দুদের পবিত্র ৫১টি পীঠের একটি মনে করা হয় এই মন্দিরটিকে।
প্রতি বছর দীপাবলি ও কালী পূজায় মন্দির প্রাঙ্গণে মেলা বসে। সে সময় বহু পর্যটক ও দর্শনার্থীরা এখানে আসেন।[৪] মন্দিরে পাশে বিশাল কল্যাণ সাগর নামে একটি পুকুর রয়েছে।
অন্যান্য মন্দির
অন্যান্য মন্দিরের মধ্যে ভুবনেশ্বরী মন্দির, গুণাবতী মন্দির, দুর্গা মন্দির, জগন্নাথ মন্দির, বিষ্ণু মন্দির, মহাদেবের মন্দির ইত্যাদি উল্লেখযোগ্য। ভুবনেশ্বরী মন্দিরের উপর ভিত্তি করেই রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর বিখ্যাত বিসর্জন নাটিকাটি এবং মুকুট উপন্যাসটি লিখেছিলেন। এছাড়া ভুবনেশ্বরী মন্দিরের পাশে বদরমোকাম মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র স্থান।
উদয়পুর ভারতের ৮ নং জাতীয় সড়কের সাথে সংযুক্ত। রাজধানী আগরতলা থেকে সরাসরি বাসে উদয়পুর যাওয়া যায় কিংবা গাড়ি ভাড়া করে যাওয়া যায। বর্তমানে রেলপথে যুক্ত হয়েছে রাজধানী আগরতলার সাথে। ২টি লোকাল ট্রেন চালু রয়েছে।