উদরীয় প্রাচীর | |
---|---|
![]() দেহ গহ্বর | |
![]() আর্কুয়েট রেখার উপরে রেক্টাস শীথের ছবি | |
বিস্তারিত | |
শনাক্তকারী | |
লাতিন | paries abdominalis |
মে-এসএইচ | D034861 |
এফএমএ | FMA:10429 |
শারীরস্থান পরিভাষা |
অ্যানাটমিতে উদরীয় প্রাচীর বা Abdominal Wall বলতে উদরীয় গহ্বরের সীমানাকে বুঝায়।উদরীয় প্রাচীরকে পশ্চাৎ,পাশ্ব ও সম্মুখ এই তিন ভাগে ভাগ করা যায়।
সকল প্রাচীর নির্মাণকারি কিছু সাধারণ স্তর রয়েছে:সবচেয়ে গভীরের স্তরের নাম এক্সট্রাপেরিটোনিয়াল ফ্যাট,প্যারাইটাল পেরিটোনিয়াম এবং বিভিন্ন ফাসা(FASCIA)।
মেডিকেলের পরিভাষায় উদরীয় প্রাচীর বলতে সম্মুখ উদরীয় প্রাচীরকে বুঝায়।
মানুষের সম্মুখ উদরীয় প্রাচীরের স্তর(বাহির থেকে ভিতরে)
এখানে কিছু লিগামেন্ট আছে।
লিগামেন্ট | যার পরিণতি | ল্যাটেরাল ফসা (Fossa) | হার্নিয়া |
মিডিয়ান আম্বিলিকাল লিগামেন্ট | ইউরেকাস | সুপ্রাক্ল্যাভিকুলার | - |
মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট | আম্বিলিকাল ধমনী | মিডিয়াল ইঙ্গুইনাল | প্রত্যক্ষ ইঙ্গুইনাল হার্নিয়া |
ল্যাটেরাল আম্বিলিকাল ফোল্ড | ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক রক্তবাহিকা | ল্যাটেরাল ইঙ্গুইনাল | পরোক্ষ ইঙ্গুইনাল হার্নিয়া |