উদালা Udala | |
---|---|
Developing Town | |
Location in Odisha, India | |
স্থানাঙ্ক: ২১°৩৪′ উত্তর ৮৬°৩৪′ পূর্ব / ২১.৫৭° উত্তর ৮৬.৫৭° পূর্ব | |
Country | ![]() |
State | Odisha |
District | Mayurbhanj |
উচ্চতা | ৫৭ মিটার (১৮৭ ফুট) |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ১১,৭১২ |
Languages | |
• Official | Odia |
সময় অঞ্চল | IST (ইউটিসি+5:30) |
PIN | 757041 |
যানবাহন নিবন্ধন | OR 11 x - xxxx OD 11 - xxxx |
উদালা (ইংরেজি: Udala) ভারতের ওড়িশা রাজ্যের ময়ুরভঞ্জ জেলার একটি শহর।
শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২১°৩৪′ উত্তর ৮৬°৩৪′ পূর্ব / ২১.৫৭° উত্তর ৮৬.৫৭° পূর্ব।[১] সমুদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ৫৭ মিটার (১৮৭ ফুট)।
ভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে উদালা শহরের জনসংখ্যা হল ১১,৭১২ জন।[২] এর মধ্যে পুরুষ ৫২% এবং নারী ৪৮%।
এখানে সাক্ষরতার হার ৭৪%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৭৯% এবং নারীদের মধ্যে এই হার ৬৯%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে উদালা এর সাক্ষরতার হার বেশি।
এই শহরের জনসংখ্যার ১১% হল ৬ বছর বা তার কম বয়সী।