প্রাক্তন নাম | উবারক্যাব (২০০৯-২০১১) |
---|---|
ধরন | ব্যক্তিগত কোম্পানি |
আইএসআইএন | US90353T1007 |
শিল্প | |
প্রতিষ্ঠাকাল | মার্চ ২০০৯ |
প্রতিষ্ঠাতাগণ | ট্রেভিস কলানিক গ্যারেট ক্যাম্প |
সদরদপ্তর | সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র |
বাণিজ্য অঞ্চল | ৬৩টি দেশ ও ৭৮৫টি মহানগর[১] |
প্রধান ব্যক্তি | |
পণ্যসমূহ | মোবাইল এপস, ওয়েবসাইট |
পরিষেবাসমূহ |
|
আয় | US$১১.২৭ বিলিয়ন (২০১৮)[২] |
−১,৮৩,২০,০০,০০০ মার্কিন ডলার (২০২২) | |
−US$১.৮ বিলিয়ন(২০১৮)[২] | |
মোট সম্পদ | US$২৩.৯৮৮৩ বিলিয়ন (২০১৮) |
কর্মীসংখ্যা | ২২,২৬৩ জন (তন্মধ্যে যুক্তরাষ্ট্রে ১১,৪৮৮জন)[৩] |
অধীনস্থ প্রতিষ্ঠান | |
ওয়েবসাইট | uber.com |
উবার (Uber) হলো মোবাইল স্মার্টফোনের অ্যাপ-ভিত্তিক ট্যাক্সি সেবার নেটওয়ার্ক। আমেরিকা ভিত্তিক অনলাইন পরিবহন নেটওয়ার্ক কোম্পানি উবারের কোন নিজস্ব ট্যাক্সি নেই। উবারের কিছু নির্ণায়ক যোগ্যতা পূরণ করে ব্যক্তিগত গাড়ি আছে এমন যে কোন ব্যক্তিই উবার টিমের সাথে যুক্ত হতে পারেন। এই নেটওয়ার্কের মাধ্যমে একজন চালক ও যাত্রী নিজেদের মধ্যে যোগাযোগ করে নিতে পারেন। উবারের ফ্রি অ্যাপটির মাধ্যমে একজন যাত্রী নিজের অবস্থান জানিয়ে একটি ট্যাক্সি ডেকে আনতে পারেন।[৪]
পৃথিবীর ৬৩টি দেশ ও ৭৮৫টিরও বেশি শহরে উবারের সেবা চালু আছে। [৫]
যাত্রী সেবার মান অপেক্ষাকৃত ভাল, সহজপ্রাপ্যতা ও কমার্শিয়াল ট্যাক্সি সার্ভিস গুলোর চেয়ে ভাড়া কম হওয়ায় বিশ্বের অনেক দেশেই উবার জনপ্রিয়।
আয়ের নিরিখে চালকদের মধ্যে এটি অনেক জনপ্রিয়।
২০১৩ সালে কোম্পানিগুলো চালকদের বেশ ভালো পরিমাণের অর্থ পরিশোধ করত। অনেক চালক সেই সময় মাসে এক লাখ রুপি পর্যন্ত রোজগার করেছেন।
সেসময় দিনে ৩ হাজার রুপির মতো রোজগার করতেন একজন উবার চালক । পেট্রলের দাম বেড়ে যাওয়ায় এখনও আয় দৈনিক ১ হাজার ৫০০ রুপির ওপরে ।
২০১৬ সালের ২২ নভেম্বর বাংলাদেশের ঢাকায় বিশ্বখ্যাত অ্যাপ-ভিত্তিক ট্যাক্সি সেবা নেটওয়ার্ক উবারের কার্যক্রম শুরু হয়।
|শিরোনাম=
অনুপস্থিত বা খালি (সাহায্য)
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |