উমর শেখ মির্জা দ্বিতীয় | |
---|---|
ফরগনার শাসক | |
![]() | |
ফেঘানা ও খানজিজনের আমির | |
রাজত্ব | আনু. ১৪৫৬ – ১০ জুন ১৪৯৪ |
পূর্বসূরি | সুলতান আবু-সাইদ মির্জা |
উত্তরসূরি | বাবর |
জন্ম | আনু. ১৪৫৬ সমরকন্দ, উজবেকিস্তান |
মৃত্যু | ১০ জুন ১৪৯৪ (বয়স 38 বছর) ফরগনা, উজবেকিস্তান |
দাম্পত্য সঙ্গী | কুতলুগ নিগার খানম (১৪৭৫) Ulus Agha Fatma Sultan Agha Makhdum Sultan Begum Umid Aghacha Yun Sultan Aghacha Agha Sultan Aghacha |
বংশধর | Khanzada Begum মির্জা বাবর, মোঘল বাদশাহ জাহাঙ্গীর মির্জা II নাসির মির্জা Mihr Banu Begum Shahr Banu Begum Yadgar Sultan Begum Rukaiya Sultan Begum |
রাজবংশ | তৈমুরী রাজবংশ |
পিতা | সুলতান আবু-সাইদ মির্জা |
মাতা | Shah Sultan Begum |
ধর্ম | Sunni Islam |
উমর শেখ মির্জা (১৪৫৬-১৪৯৪ খ্রিষ্টাব্দ) পর্যন্ত তিনি ফরগনার শাসক ছিলেন। তিনি তৈমুরী সাম্রাজ্যের সুলতান আবু সাঈদ মির্জার চতুর্থ পুত্র ছিলেন তার মৃত্যুর পর সাম্রাজ্য ভাগ হয়ে যায় তাঁর চার পুত্রের মধ্যে। তৈমুরী সাম্রাজ্যের কাজাখস্তান এর দ্বায়িত্ব পান ওমর সাঈখ মির্জা , উজবেকিস্তান, ইরান এবং আফগানিস্তান প্রদেশ ছিলো অন্যান্য ভাইদের কাছে।
তাঁর প্রথম স্ত্রী ও প্রধান রানী ছিলেন কুতলুগ নিগার খানম, তিনি ছিলেন চাগাতাই খানাতে রাজকুমারী এবং মঙ্গলীয় শাসক ইউনূস খান এর কন্যা। উমর আরো দুই স্ত্রী ও তিন পুত্র ছিলো ও পাঁচ কন্যা তার স্ত্রী কুতলগ নিগার খানম এর কাছে প্রথম সন্তান হয়েছিল তার জ্যেষ্ঠ পুত্র মির্জা বাবর তার স্ত্রীদের থেকে কুতলগ নিগার খানম অন্য দুই স্ত্রীর মাধ্যমে দুই সন্তান ছিল, তারা হলো জাহাঙ্গীর মির্জা ও নাসির মির্জা তার জ্যেষ্ঠ পুত্র মির্জা বাবর ভারতভর্ষে ১৫২৫সনে মুঘল সাম্রাজ্য স্থাপন করেন।
উমর শাঈখ মির্জার মৃত্যু হয়েছিলো একটি আকস্মিক দুর্ঘটনায় ফরগনার আস্কি দুর্গে দিনটি ছিলো ১০ জুন ১৪৯৪। উল্লেখ্য যে তিনি তখন পাখিশালা নির্মাণ হচ্ছিলো তখন তিনি পরিদর্শন করতে গিয়েছিলেন ভবন ধসে তিনি মারা যান। তার মৃত্যুকালে মির্জা বাবর এর বয়স ছিলো মাত্র বারো বছর তখনই বাবর ফরগনার শাসক হন।[১]
তিনি মোট সাতটি বিবাহ করেছেন
তিনি তিন পুত্র:
তিনি ছয় কন্যা:
On the occasion of the birth of Babar Padishah (the son of Omar Shaikh)