উমা খান | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | সঙ্গীত শিল্পী |
কর্মজীবন | ১৯৭১–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | হেলাল খান |
পুরস্কার | জাতীয় চলচ্চিত্র পুরস্কার (১ বার) |
সঙ্গীত কর্মজীবন | |
ধরন | চলচ্চিত্রের গান |
বাদ্যযন্ত্র | ভোকাল |
উমা খান হচ্ছেন একজন বাংলাদেশী মহিলা প্লেব্যাক সঙ্গীত শিল্পী।[১][২] ২০০২ সালে তিনি হাছন রাজা চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ মহিলা প্লেব্যাক সঙ্গীত শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।[৩][৪]
উমা চট্টগ্রামের এক সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন। তার ভাই প্রবাল চৌধুরী ও বোন কল্যাণী ঘোষ। তারা দুজনেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ছিলেন।[৫]
উমা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কনিষ্ঠতম শিল্পী ছিলেন। ১৯৭১ সালে এই বেতার কেন্দ্রের পঞ্চাশের অধিক গানে কণ্ঠ দেন। স্বাধীনতা পরবর্তী প্রথম রঙিন চলচ্চিত্র বাদশায় একটি গানে তিনি কণ্ঠ দেন।[৬]
উমা ১৯৮৬ সালের ২৬শে ফেব্রুয়ারি অভিনেতা হেলাল খানকে বিয়ে করেন।[৭]
বছর | পুরস্কার | বিভাগ | চলচ্চিত্র | ফলাফল |
---|---|---|---|---|
২০০২ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ মহিলা প্লেব্যাক সঙ্গীত শিল্পী | হাছন রাজা | বিজয়ী |