উয়াফাতো | |
---|---|
গ্রাম ও সংরক্ষণ এলাকা | |
এক্সেস রোড থেকে উফাতো গ্রামের দৃশ্য | |
স্থানাঙ্ক: ১৩°৫৫′১৪.৪৬″ দক্ষিণ ১৭১°২৫′২৮.৩৫″ পশ্চিম / ১৩.৯২০৬৮৩৩° দক্ষিণ ১৭১.৪২৪৫৪১৭° পশ্চিম | |
দেশ | ![]() |
জেলা | ভে'আ-ও-ফোনোতি |
জনসংখ্যা (২০১৬) | |
• মোট | ২৫৪ |
সময় অঞ্চল | -১১ |
উয়াফাতো হল সামোয়ার উপোলু দ্বীপের উত্তর-পূর্ব উপকূলে অবস্থিত একটি গ্রাম যা ভায়া-ও-ফোনোতির রাজনৈতিক জেলার অন্তর্গত। গ্রামটির জনসংখ্যা ২৫৪ জন।[১] গ্রামটি একটি অনন্য সাংস্কৃতিক ও সংরক্ষণ এলাকা হিসেবে জাতীয় ও বৈশ্বিক তাৎপর্য সহ উয়াফাতো সংরক্ষণ এলাকা নামে একটি সংরক্ষণ অঞ্চলের অংশ।[২]
গ্রামটি ফাগালোয়া উপসাগরে অবস্থিত নয়টি ছোট গ্রাম বসতির মধ্যে একটি। এটি উয়াফাতো তিয়াভা সংরক্ষণ অঞ্চল দ্বারা বেষ্টিত রয়েছে যেখানে রসালো রেইনফরেস্ট, রুক্ষ টপোগ্রাফি, জলপ্রপাত এবং প্রবাল প্রাচীর রয়েছে।[৩]