উরাওয়া রেড ডায়মন্ডস মহিলা

উরাওয়া রেড ডায়মন্ডস লেডিস
浦和レッドダイヤモンズ・レディース
পূর্ণ নামমিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ উরাওয়া রেডস লেডিস
প্রতিষ্ঠিত১৯৯৮; ২৭ বছর আগে (1998)
মাঠউরাওয়া কোমাবা স্টেডিয়াম
ধারণক্ষমতা২১,৫০০
মালিকউরাওয়া রেড ডায়মন্ডস
সভাপতিমিতসুও হাশিমোটো
ম্যানেজারনাওকি কুসুনোজ
লিগডাব্লিউই লিগ
২০২৩–২৪উই লিগ, ১২ দল থেকে ১ম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট

উরাওয়া রেড ডায়মন্ডস লেডিস (浦和レッドダイヤモンズ・レディース, উরাওয়া রেড্ডো দাইয়ামনজু রেডিসু),[] স্পনসরশিপের কারণে মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ উরাওয়া রেডস লেডিস নামে পরিচিত,[] হল সাইতামা প্রশাসনিক অঞ্চলের শহর সাইতামা ভিত্তিক একটি জাপানি পেশাদার মহিলা ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে জাপানের শীর্ষ স্তরের ফুটবল লিগ ডাব্লিউই লিগে প্রতিযোগিতা করে। এই ক্লাবটি ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে।

কিট সরবরাহকারী এবং শার্ট স্পনসর

[সম্পাদনা]
সময়কাল কিট প্রস্তুতকারক শার্ট স্পনসর (বুক) শার্ট স্পনসর (হাত)
২০২১–২০২২ নাইকি পোলাস মিতসুবিশি মোটরস
২০২২–২০২৩
২০২৩–২০২৪ মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ

অন্যান্য দল

[সম্পাদনা]
  • পুরুষদের: উরাওয়া রেড ডায়মন্ডস জে ১ লিগে অংশগ্রহণ করে।
  • যুব: উরাওয়া রেড ডায়মন্ডস লেডিস ইয়ুথ (অনূর্ধ্ব-১৮) কান্তো অঞ্চলের কান্তো লিগে অংশগ্রহণ করে।
  • জুনিয়র যুব: উরাওয়া রেড ডায়মন্ডস লেডিস জুনিয়র ইয়ুথ (অনূর্ধ্ব-১৪) সাইতামা প্রিফেকচারের সাইতামা লিগে অংশগ্রহণ করে।

খেলোয়াড়

[সম্পাদনা]

বর্তমান স্কোয়াড

[সম্পাদনা]
২ নভেম্বর ২০২৩ পর্যন্ত হালনাগাদকৃত।[]

টীকা: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফার যোগ্যতার নিয়মের অধীনে নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।

নং অবস্থান খেলোয়াড়
গো জাপান সাকিকো ইকেদা
জাপান কানা ওসাফুনে
জাপান রিয়ন ইশিকাওয়া
জাপান মায়ু সাসাকি
জাপান মিকি ইতো
জাপান আকারি কুরিশিমা
জাপান হানা তাকাহাশি
জাপান হিকারু নাওমোতো
জাপান ইউইকা সুগাসাওয়া
১০ জাপান কোজুই আন্দো
১১ জাপান কিকো সেইকে
১২ গো জাপান শিওরি ফুকুদা
১৩ জাপান রেইনা নাগাশিমা
১৪ জাপান ফুকা সুনোদা
১৫ জাপান মেই শিমাদা
নং অবস্থান খেলোয়াড়
১৬ জাপান ইউকি মিজুতানি
১৭ জাপান ইউ এন্ডো
১৮ জাপান হানায় শিবাতা (অধিনায়ক)
১৯ জাপান ইউজুহো শিওকোশি
২০ জাপান মিনোরি তাকাহাশি
২১ গো জাপান সাওয়াকো সুজুকি
২৩ গো জাপান মায়া ইনো
২৪ জাপান ওয়াকাবা গোতো
২৫ জাপান নোনোকো কাওয়াই
২৬ জাপান রিরিকা তান্নো
২৭ জাপান হ্যানন নিশিও
২৮ জাপান কোতোন নিশিমুরা
২৯ জাপান অমি তাকেউচি
৩০ জাপান রাইকা ওকামুরা
৩১ জাপান সাতোকো ফুজিসাকি
৩২ জাপান রিসাকো ওয়াতানাবে
৩৭ জাপান এনা তাকাতসুকা
৯৯ জাপান মিজু নাদেশি

উল্লেখযোগ্য খেলোয়াড়

[সম্পাদনা]

ক্লাব কর্মকর্তা

[সম্পাদনা]
১০ নভেম্বর ২০২৩ পর্যন্ত হালনাগাদকৃত।[]
ভূমিকা নাম
ব্যবস্থাপক জাপান নাওকি কুসুনোজ
সহকারী ব্যবস্থাপক জাপান হিরোফুমি মাসাকি
জাপান কুমিকো তাশিরো
গোলরক্ষক কোচ
শারীরিক কোচ জাপান নাকাইচি নাওতো
প্রশিক্ষক জাপান সাহো হায়াশি

সাফল্য

[সম্পাদনা]

ঘরোয়া

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]

দলের নাম স্থানান্তর

[সম্পাদনা]
  • উরাওয়া রেইনাস এফসি: ১৯৯৯—২০০১
  • সাইতামা রেইনাস এফসি: ২০০২—২০০৪
  • উরাওয়া রেড ডায়মন্ডস লেডিস: ২০০৫—বর্তমান

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "浦和レッズレディースチーム名(「呼称」)の決定" (জাপানি ভাষায়)। Urawa Red Diamonds Ladies। সংগ্রহের তারিখ ১০ মে ২০২২ 
  2. Dan Orlowitz [@aishiterutokyo] (৫ মার্চ ২০২১)। "Mitsubishi Heavy Industries have acquired Urawa Reds Ladies' naming rights – they will be known as "Mitsubishi Heavy Industries Urawa Reds Ladies" in Japanese." (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  3. "Player/Team staff"। Urawa Red Diamonds Ladies। 

বহিঃসংযোগ

[সম্পাদনা]