উরাসায়া স্পারবন্ড | |
---|---|
জন্ম | পাতায়া থাইল্যান্ড | মার্চ ১৮, ১৯৯৩
অন্যান্য নাম | ইয়া ইয়া |
মাতৃশিক্ষায়তন | চুলালংকর্ন বিশ্ববিদ্যালয় (কলা বিভাগ) |
পেশা |
|
কর্মজীবন | ২০০৭–বর্তমান |
প্রতিনিধি | চ্যানেল ৩ থাইল্যান্ড |
উচ্চতা | ১.৭১ মিটার (৫ ফুট ৭+১⁄২ ইঞ্চি) |
সঙ্গী | নাদেচ কুগিমিয়া |
ওয়েবসাইট | urassayaclub |
উরাসায়া স্পারবন্ড (থাই: อุรัสยา เสปอร์บันด์: জন্ম ১৮ ই মার্চ, ১৯৯৩) একজন থাই অভিনেত্রী এবং নরওয়েজিয়ান বংশোদ্ভূত মডেল। তিনি দুয়াং জয় আক্কানি (২০১০), গেম রাই গেম রাক (২০১১), তোরান্নি নি নি ক্রাই ক্রং (২০১২), ক্লিওন চিউইট (২০১৭) ব্রাদার অফ দ্য ইয়ার (২০১৮) এবং দ্য ক্রাউন প্রিন্সেস (২০১৮) চলচ্চিত্রে অভিনয় করার জন্য পরিচিত।[১]
স্পারবন্ডের জন্ম ১৮ মার্চ ১৯৯৩ সালে থাইল্যান্ডের পাতায়ায়। নরওয়েজিয়ান এবং থাই বংশোদ্ভূত। থাই এবং ইংরেজি পারদর্শী। ফরাসী, স্পেনীয় এবং নরওয়েজিয়ান ভাষায় কিছুটা জানেন, তবে সেগুলির কোনওটিতেই সাবলীল নন। প্রাথমিক বিদ্যালয় রিজেন্টস ইন্টারন্যাশনাল স্কুল পাতায়ায় এবং মাধ্যমিকে ব্যাংকক পাটানা স্কুলে পড়াশোনা করেছেন।[২] ২০১৫ সালে চুলালংকর্ন বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অফ আর্টস এ স্নাতক ডিগ্রী অর্জন করেন।[৩]
স্পারবন্ড অভিনয়ের বেশ কয়েকটি কাজে তার ভূমিকা অগ্রনী। মায়বেলিন, প্যানটিন এবং ইউনিক্লো সহ বিখ্যাত ব্র্যান্ডে কাজ করেছেন।[৪] স্পারবন্ড প্রথম থাই অভিনেত্রী যিনি "লন্ডন লুই ভিটনের বন্ধু" উপাধি পেয়েছিলেন এবং ইউএস ভোগ প্রদর্শিত প্রথম থাই সেলিব্রিটি হয়েছিলেন।[৫]
বছর | নাম | চরিত্র | মন্তব্য |
---|---|---|---|
২০১৮ | ব্রাদার অফ দ্য ইয়ার | জানে | |
নেক ২ | সুরি | ঐতিহাসিক |
বছর | চলচ্চিত্র নাম | চরিত্র | নেটওয়ার্ক |
---|---|---|---|
২০০৮ | পেউন সি লং হুন | সুম | চ্যানেল ৩ |
২০১০ | কুলারব রায় নারাম | নুচারি | |
থারা হিমালয় | জেদ | ||
দুয়াং জয় আক্কানি | |||
ওয়ায়ুপাক মনতারা | |||
২০১১ | তাওয়ান ডিয়ার্ড | পিট রং | |
গেম রয় গেম রাক | ফাহলাদা | ||
২০১২ | তোরান্নি নি নি ক্রাই ক্রং | ধারুনে | |
২০১৩ | মায়া তাইয়ান | মাত্তানা | |
ধাও রাওং | ধাও রাওং | ||
২০১৪ | রই রুক হাক লিমা তাওয়ান | মাইয়ুমি তাকাশি | |
রই ফান তাওয়ান ডুর্ড | |||
২০১৫ | নিউং নাই সুনাং | পম | |
২০১৭ | কিলিওন চিওটি | জ্বি | |
লেহ লোব সালুব রারাং | পেত্রা পাওন্দি | ||
২০১৮ | দ্য ক্রাউন প্রিন্সেস | প্রিন্স আরিসা মেথালিন থেরেসা ফিলপাইন | |
২০১৯ | ক্লিন কাসলং | পিমাদা | |
টিবিএ | জাও গুম নাই ওয়ান | রুনজুন | |
লাই কিন্নারে | মায়ে ইয়েং পধসুরন |