![]() | |
ধরন | ব্যাংক |
---|---|
শিল্প | অর্থ |
প্রতিষ্ঠাকাল | ১৮৯৯ |
সদরদপ্তর | |
প্রধান ব্যক্তি | লি সুন উ সিইও |
পণ্যসমূহ | আর্থিক |
কর্মীসংখ্যা | ১৫,০০০ |
ওয়েবসাইট | উরি ব্যাংক.কম |
উরি ব্যাংক (Hangul: 우리은행, Uri Eunhaeng ইংরেজি: Woori Bank) দক্ষিণ কোরিয়ার একটি বাণিজ্যিক ব্যাংক যার সদর দপ্তর সিউলে অবস্থিত। ১৯৯৯ সালে দক্ষিণ কোরিয়ার সাবেক কমার্শিয়াল ব্যাংক অব কোরিয়া, হানিল ব্যাংক এবং পিস ব্যাংক একত্রিত হয়ে গঠন করে হানভিট ব্যাংক এবং ২০০২ পর্যন্ত তা এই নামেই পরিচিত ছিলো; ২০০২ সালে এটি বর্তমান নাম 'উরি ব্যাংক' ধারণ করে। এই ব্যাংকটি উরি ফিন্যান্সিয়াল গ্রুপ-এর একটি অঙ্গ প্রতিষ্ঠান।
উরি ব্যাংকই দক্ষিণ কোরিয়ার প্রথম ব্যাংক যারা নন-ইন্টারনেট এক্সপ্লোরার ওয়েব ব্রাউজার ভিত্তিক অন-লাইন ব্যাংকিং সেবা প্রদান করে থাকে[১][২]।
বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগকারীদের সুবিধার্থে শাখা ব্যাংকিং পরিচালনা করে থাকে।[৩]