উলি পর্বত | |
---|---|
সর্বোচ্চ বিন্দু | |
উচ্চতা | ৩,৪০৫ মিটার (১১,১৭১ ফুট) [১] |
সুপ্রত্যক্ষতা | ৫৬৫ মিটার (১,৮৫৪ ফুট) [২] |
স্থানাঙ্ক | ৫২°১৭′৪৮″ উত্তর ১১৭°২৫′২৪″ পশ্চিম / ৫২.২৯৬৬৭° উত্তর ১১৭.৪২৩৩৩° পশ্চিম [২] |
ভূগোল | |
অবস্থান | আলবার্টা, কানাডা |
মূল পরিসীমা | উইন্সন চার্চিল রেঞ্জ |
টপো মানচিত্র | এনটিএস ৮৩সি/০৬ |
আরোহণ | |
প্রথম আরোহণ | ২৮ জুলাই, ১৯২৫ সালে ১১ঃ২০ মিনিটে জন জাপানিজ ও তিন জন সুইসের একটি দল |
সহজ পথ | পাথুরে, তুষারপথে আরোহণ |
উলি পর্বত কানাডার আলবার্টা প্রদেশে রকি পর্বতমালার কানাডিয় অংশের উইন্সটন চার্চিল রেঞ্জে অবস্থিত। জেসপার জাতীয় উদ্যানের অভ্যন্তরে সানওয়াপ্টা নদীর উপত্যাকায় ডায়াডেম পর্বতের ১.৫ কিলোমিটার দক্ষিণে এর অবস্থান। পাললিক শিলায় গঠিত পর্বতটির উচ্চতা ১১,০০০ ফুটের অধিক[১] ১৮৯৮ সালে পর্বতটির নামকরণ ও ১৯২৫ সালে প্রথম বার আরোহণ করা হয়।
ইংরেজ পর্বতবিদ জন নরম্যান কলি ও হিউ স্টাটফিল্ড তাদের অপর সঙ্গী হারম্যান উলি'র নামে ১৮৯৮ সালে এই পর্বতের নামকরণ করেন।[৩] ১৮৯৮ হতে ১৯০২ এর মাঝে তারা তিনজন কানাডিয় রকি পর্বতমালায় বিভিন্ন অভিযান ও পর্বতারোহণ করেছিলেন।[১] নরম্যান কলি ও হারম্যান উলি আথাবাস্কা পর্বত ও কলাম্বিয়া বরফক্ষেত্র আবিষ্কার ও আরোহণ করেছিলেন, তবে তারা তিনিজনই উলি পর্বত আরোহণে ব্যর্থ হয়েছিলেন।[৩]
কানাডিয় রকি পর্বতমালার ১১০০০ ফুটের অধিক উচ্চতা বিশিষ্ট পর্বত গুলির মধ্যে উলি এবং ডায়াডেম পর্বত একইদিনে আরোহণ করা যায়।[৩] ১৯২৫ সালের ২৮ জুলাই, তিনজন সুইস গাইড হান্স ফুরার, এইচ কোহলার এবং জে ওয়েবারের দিক নির্দেশনায় এস হাশিমোতো, এইচ হাতানো, টি হায়াকায়া, অয়াই মাকি, অয়াই মিতা এবং এন অকেবে উলি পর্বতের চূড়ায় প্রপ্তহম্বার আরোহণ করেন।[১]
কলাম্বিয়া পর্বত মূলত প্রাক-ক্যাম্ব্রিয়ান থেকে জুরাসিক যুগের পাললিক শিলায় গঠিত। ল্যরামাইড অরোজেনি'র মত ভূতাত্ত্বিক ঘটনা চলাকালে অগভীর সমুদ্রের পাললিক শিলা ধাক্কা দিয়ে আরো পূর্ব দিকের অপেক্ষাকৃত নবীন শিলার উপর ঠেলে দিলে এপর্বতগুলির সৃষ্টি হয়।[৪] কোপেনের জলবায়ু শ্রেনীবিভাগ অনুযায়ী কলাম্বিয়া পর্বত, উত্তর মেরুর ঠিক দক্ষিণে অবস্থিত ঠান্ডা, তুষারাবৃত শীত মৌসুম এবং মৃদু গ্রীষ্মকালীন জলবায়ু অঞ্চলে অবস্থিত। এখানে তাপমাত্রা সাধারণত -২০° এবং শীতল বায়ূ প্রবাহ থাকলে -৩০° সেলসিয়াস পর্যন্ত নেমে যায়।[৫]
|name-list-style=
উপেক্ষা করা হয়েছে (সাহায্য)