উল্লাসা পারাভাইগাল | |
---|---|
পরিচালক | সি ভি রাজেন্দ্র |
প্রযোজক | এস পি তামিড়াসি |
রচয়িতা | পাঞ্চু অরুনাচলম |
শ্রেষ্ঠাংশে | কমল হাসান রতি অগ্নিহোত্রী উন্নী ম্যারী (দীপা) মেজর সুন্দররাজন সুরুলী রজন |
সুরকার | ইলাইয়ারাজা |
চিত্রগ্রাহক | অশোক কুমার (সিনেমাটোগ্রাফার) |
সম্পাদক | এন এম ভিক্টর |
প্রযোজনা কোম্পানি | এস পি টি ফিল্মস |
পরিবেশক | এস পি টি ফিল্মস |
মুক্তি |
|
স্থিতিকাল | ১২৬ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | তামিল |
উল্লাসা পারাভাইগাল (তামিল: உல்லாசப்பறவைகள், অনুবাদ 'স্বাধীন দুরন্ত পাখি') ১৯৮০ সালে মুক্তি পাওয়া সি ভি রাজেন্দ্র পরিচালিত কমল হাসান এবং রতি অগ্নিহোত্রী অভিনীত একটি তামিল চলচ্চিত্র, এই চলচ্চিত্রে ইলাইয়ারাজার সুর করা গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল যেমন 'জার্মানিইন সেনদেন মালারে' এবং 'আড়াগু আয়িরাম' আজো সমাদৃত।[১] চলচ্চিত্রটি হিন্দি ভাষায় অনুবাদ করে 'দো দিল দিওয়ানে' এবং তেলুগু ভাষায় 'প্রেমা পিচি' নামে মুক্তি দেওয়া হয়েছিল। চলচ্চিত্রটি যুক্তরাষ্ট্র, তৎকালীন পশ্চিম জার্মানি, ফ্রান্স এবং ভারতে শুটিং হয়েছিল। চলচ্চিত্রটিতে কমল হাসান রবি চরিত্রে অভিনয় করেন, যার এক সময় গ্রাম এলাকায় একটি মেয়ের (উন্নী ম্যারী) এর সঙ্গে প্রেম হয়, কিন্তু মেয়েটি পরে আগুনে পুড়ে মারা যায়, রবি পরে বিদেশ যেয়ে নির্মলা (রতি অগ্নিহোত্রী) এর প্রেমে পড়ে।
সকল গানের গীতিকার পাঁচু অরুণাচলম; সকল গানের সুরকার ইলাইয়ারাজা[২]।
গানতালিকা | |||
---|---|---|---|
নং. | শিরোনাম | গায়ক(গণ) | দৈর্ঘ্য |
১. | "আড়াগিয়া মালারগালিন" | এস জনকী | ৩:৩৭ |
২. | "আড়াগু আয়িরাম" | এস জনকী | ৪:২৩ |
৩. | "দেইভীগা রাগাম" | জেন্সি এ্যান্থনি (জেন্সি), বাণী জয়রাম | ৪:৩২ |
৪. | "এঙ্গেঙ্গুম কান্দেনাম্মা" | বসুদেব, এস. পি. বালসুব্রহ্মণ্যম | ৪:২২ |
৫. | "জার্মানিইন সেনদেন মালারে" | এস. পি. বালসুব্রহ্মণ্যম, এস জনকী | ৫:৩৯ |
৬. | "নান উনদান তায়াগা" | এস জনকী | ৪:২৯ |