উসুয়াইয়া

উসুয়াইয়া
Ushuaia
পোতাশ্রয় থেকে উসুয়াইয়া
পোতাশ্রয় থেকে উসুয়াইয়া
উসুয়াইয়া Ushuaia আর্জেন্টিনা-এ অবস্থিত
উসুয়াইয়া Ushuaia
উসুয়াইয়া
Ushuaia
আর্জেন্টিনায় অবস্থান
স্থানাঙ্ক: ৫৪°৪৮′ দক্ষিণ ৬৮°১৮′ পশ্চিম / ৫৪.৮০০° দক্ষিণ ৬৮.৩০০° পশ্চিম / -54.800; -68.300
দেশ আর্জেন্টিনা
প্রদেশতিয়ের্‌রা দেল ফুয়েগো
প্রতিষ্ঠাকাল২৫শে জুলাই, ১৬১৫
জনসংখ্যা (2001 census [INDEC])
 • মোট৬৪,০০০
CPA BaseV 9410
এলাকা কোড+54 2900

উসুয়াইয়া (স্পেনীয়: Ushuaia, আ-ধ্ব-ব: [u'swaia]) আর্জেন্টিনার তিয়ের্‌রা দেল ফুয়েগো প্রদেশের রাজধানী এবং বিশ্বের দক্ষিণতম পৌর শহর।[][] শহরটি তিয়ের্‌রা দেল ফুয়েগো দ্বীপের দক্ষিণভাবে একটি প্রশস্ত উপসাগরের উপকূলে অবস্থিত। শহরের উত্তরে মার্শাল পর্বতমালা এবং দক্ষিণে বিগল প্রণালী। বর্তমানে এখানে প্রায় ৬০ হাজার লোকের বাস।

উসুয়াইয়া নামটি স্থানীয় আদিবাসী আমেরিকান ভাষা ইয়ামানা থেকে এসেছে, যার অর্থ "পশ্চিম দিকে প্রবেশকারী উপসাগর"। ১৯শ শতকের শেষভাগ পর্যন্তও এখানে কেবল আদিবাসী ইয়ামানা জাতির লোকেরা বাস করত। তারপর থেকে ১৯৪৭ পর্যন্ত এটি সাজাপ্রাপ্ত অপরাধীদের একটি উপনিবেশ ছিল। ক্রোয়েশিয়া, ইতালি ও স্পেন এবং মূল আর্জেন্টিনীয় ভূখণ্ড থেকে অভিবাসীদের আগমনের ফলে অঞ্চলটির বিকাশ ঘটে। সরকার এর জন্য শুল্ক-মুক্ত পণ্য বেচাকেনার অনুমতি দেয়। শহরটি বর্তমানে অ্যান্টার্কটিকা অভিযান কিংবা হর্ন অন্তরীপ ঘিরে নৌবিহারের আরম্ভবিন্দু হিসেবে পর্যটকদের কাছে জনপ্রিয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]