উস্তাদ হোটেল | |
---|---|
পরিচালক | আনোয়ার রশিদ |
প্রযোজক | লিস্টিন স্টিফেন |
রচয়িতা | অঞ্জলি মেনন |
শ্রেষ্ঠাংশে | |
বর্ণনাকারী | মাম্মুকোয়া |
সুরকার | গোপি সুন্দর |
চিত্রগ্রাহক | লোগান্থান শ্রীনীবাসন |
সম্পাদক | প্রবীন প্রভাকর |
প্রযোজনা কোম্পানি | ম্যাজিক ফ্রেমস |
পরিবেশক | সেন্ট্রাল পিকচারস |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৫১ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | মালায়ালাম |
আয় | ₹১৫ কোটি[১][২] |
উস্তাদ হোটেল ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় মালায়ালাম ভাষার একটি রম্য নাটকীয় চলচ্চিত্র, যেটি পরিচালনা করেন আনোয়ার রশিদ, কাহিনী লিখেন অঞ্জলি মেনন এবং প্রযোজনা করেন লিস্টিন স্টিফেন।[৩] এতে মূল ভূমিকায় অভিনয় করেন দুলকার সালমান, নিত্যা মেনন, তিলকান এবং সিদ্দিক।
উস্তাদ হোটেল ১৩ জুলাই ২০১২ সালে মুক্তি পায় এবং ব্যবসায়িক সাফল্য লাভ করে।[৪] এটি তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ জনপ্রিয় চলচ্চিত্র বিভাগে, মেনন শ্রেষ্ঠ সংলাপ এবং তিলকান বিশেষ পুরস্কার লাভ করে। (মরণোত্তর)।[৫] এটি কন্নড় ভাষায় পুণঃনির্মান করা হয় ২০১৭ সালে "গৌদ্রু হোটেল"[৬] ২০১৮ সালে এটিকে তেলুগু ভাষায় ডাব করা হয় এবং "জানাথা হোটেল" নামে মুক্তি দেওয়া হয়।
ফাইজি একজন উচ্চাকাঙ্খী রাঁধুনি ভারত চলে আসে তার বাবা থেকে কোনো রকম সাহায্য না পেয়ে। সে তার দাদা করিম কে তার হোটেল চালাতে সাহায্য করে তার স্বপ্ন পূরণ করার চেষ্টা করতে থাকে।
ইন্টারনেট মুভি ডেটাবেজে উস্তাদ হোটেল (ইংরেজি)